অভিযুক্ত তৃণমূলের নেতা

অনুমতিহীন বাইক মিছিল

বিনা অনুমতিতে বাইক মিছিল করার অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পাল ওরফে সোনার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূল কর্মী সমর্থকরা বাইক মিছিল করেন। তা নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভ দানা বেধেছে। তৃণমূলের হরিরামপুর ব্লক সভাপতি তাজমুল হকের অভিযোগ, “দলের তো নয়ই, পুলিশ-প্রশাসনের থেকে অনুমতি না-নিয়েই ওই মিছিল করা হয়েছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হরিরামপুর শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০১:৫২
Share:

বৃহস্পতিবারের এই বাইক মিছিল নিয়েই বিতর্কের সূত্রপাত। —নিজস্ব চিত্র।

বিনা অনুমতিতে বাইক মিছিল করার অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভাশিস পাল ওরফে সোনার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূল কর্মী সমর্থকরা বাইক মিছিল করেন। তা নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভ দানা বেধেছে। তৃণমূলের হরিরামপুর ব্লক সভাপতি তাজমুল হকের অভিযোগ, “দলের তো নয়ই, পুলিশ-প্রশাসনের থেকে অনুমতি না-নিয়েই ওই মিছিল করা হয়েছে।”

Advertisement

দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার শীসরাম ঝাঝারিয়া বলেন, “ওই মিছিলের অনুমতি নেওয়া হয়েছে কি না তা খোঁজ নেব।” তবে থানা সূত্রের খবর, মিছিলের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র বলেন, “ঘটনার কথা শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তবে দলের শৃঙ্খলা সবাইকে মেনে চলতে হবে।” যদিও শুভাশিসবাবু দাবি করেছেন,প্রশাসনের অনুমতি নিয়েই এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, “দীপাবলী উপলক্ষ্যে মানুষের মধ্যে সৌহার্দ্যের বার্তা দিতেই কর্মীদের দিয়ে বাইক মিছিল করানো হয়।”

তৃণমূল সূত্রের খবর, কয়েকদিন আগে হরিরামপুরে সংখ্যালঘু সেলের সভা অনুষ্ঠিত হয়। ওই উপলক্ষ্যে কর্মীদের নিয়ে বাইক মিছিল হয়। জেলা সভাপতি বিপ্লব মিত্রের নির্দেশেই সভা হয়েছিল বলে দাবি দলের ব্লক সভাপতির। তৃণমূলের অন্দরের খবর, হরিরামপুরে নেতা তথা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভাশিসবাবুকে এড়িয়েই ওই সভা ও মিছিল হয়েছিল। দলের নেতাদের একাংশের অনুমান, সে জন্য বৃহস্পতিবার পাল্টা বাইক মিছিল করে শক্তি প্রদর্শন করেছেন শুভাশিসবাবু। ঘটনাচক্রে, শুভাশিসবাবু এলাকার যে কালীপুজোর অন্যতম কর্মকর্তা সেটির উদ্বোধনে যাওয়ার কথা ছিল সাংসদ অর্পিতা ঘোষের। শেষ পর্যন্ত সাংসদ ওই পুজোর অনুষ্ঠানে যাননি বলে দলীয় সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement