Malda

পর পর ৪টি কন্যাসন্তান, মালদহে স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার স্বামী

ধৃতকে মালদহ মেডিক্যাল কলেজে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে এলে পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান গৃহবধূর পরিবারের লোকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৫:৪০
Share:

ধৃতকে ঘিরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র

পর পর চারটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সুইটি বিবি নামে (২৮) ওই গৃহবধূ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রবিবার সকালে এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় মালদহের ইংরেজবাজার থানার এনায়েতপুরে। ঘটনায় অভিযুক্ত ইমরান শেখকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অন্য দিকে ধৃতকে মালদহ মেডিক্যাল কলেজে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে এলে পুলিশ ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান গৃহবধূর পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বছর দশেক আগে মানিকচকের এনায়েত পুরের বাসিন্দা ইমরানের সঙ্গে সঙ্গে বিয়ে হয় সুইটির। তাঁদের তিনটি কন্যা সন্তান রয়েছে। ৭ দিন আগে আরও একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সুইটির বাপের বাড়ির লোকজনের দাবি, পর পর ৪টি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী শাবল দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করেন ইমরান। আশঙ্কাজনক অবস্থায় এরপরই ওই গৃহবধূকে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সুইটির পরিবারের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা তদন্তের আগে তা বলা সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement