International Women's Day

জীবনের ময়দানে ‘যোদ্ধা’, সম্মান ওঁদের

সংস্থা সূত্রেই জানা গিয়েছে, মহিলাদের মেধা, শ্রম, যোগ্যতা, লড়াইয়ের উদ্‌যাপনের এই দিনে এমন কয়েক জনকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে, যাঁরা প্রকৃত অর্থেই যোদ্ধা।

Advertisement

অরিন্দম সাহা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ০৮:১৮
Share:

সম্মানিত করা হচ্ছে পার্বতী সরকারকে। নিজস্ব চিত্র।

দৃষ্টিহীন ক্ষীণ হয়ে যাওয়া স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁর প্রতিদিনের লড়াইয়ে কাঁধ মিলিয়েছেন ওঁদের কেউ। কেউ আবার সংসার সামলে সমাজসেবার ব্রত নিয়েছেন। সেখান থেকে অর্জিত অর্থ জীবন যুদ্ধে যুঝতে সাহায্য করেছে তাঁর গোটা পরিবারকে। কেউ আবার শুধু স্বপ্নই দেখেননি, সাবলম্বী হওয়ার স্বপ্নকে সত্যিও করেছেন নিজের চেষ্টায়। কোচবিহারে এমনই কয়েক জন লড়াকু মহিলাকে ‘নারী যোদ্ধা’ সম্মান জানান হল। আন্তর্জাতিক নারী দিবস (আজ, ৮ মার্চ) উপলক্ষে বৃহস্পতিবার কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই মহিলাদের লড়াইয়কে
স্বীকৃতি হিসেবে তাঁদের সন্মানিত করা হয়েছে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় স্মারক, গলায় পরিয়ে দেওয়া হয়েছে উত্তরীয়।

Advertisement

ওই সংস্থা সূত্রেই জানা গিয়েছে, মহিলাদের মেধা, শ্রম, যোগ্যতা, লড়াইয়ের উদ্‌যাপনের এই দিনে এমন কয়েক জনকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে, যাঁরা প্রকৃত অর্থেই যোদ্ধা। কোচবিহার শহর ও লাগোয়া এলাকায় ধারাবাহিক ভাবে মহিলাদের জীবন যুদ্ধের বেশ কিছু বিষয়ের মূল্যায়নের ভিত্তিতে
সন্মান প্রাপকদের তালিকা করা হয়। এ দিন যাঁরা সংস্থার তরফে সন্মানিত হয়েছেন, তাঁদের অন্যতম গু
ড়িয়াহাটি এলাকার পার্বতী সরকার। যাঁর স্বামী স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের ভ্যান চালান। বছর দু’য়েক আগে, স্বামীর দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। তার পর থেকে রোজ সকালে স্বামীর সঙ্গে ওই ভ্যান নিয়ে রাস্তায় বেরোন পার্বতী। এ দিন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেছেন, ‘‘স্বামীর সমস্যায় পাশে দাঁড়াতে চেষ্টা করছি।’’

‘নারী যোদ্ধা’ সম্মানে খুশি কোচবিহারের কলাবাগান এলাকার বাসিন্দা অর্চনা কুন্ডু বলেন, “একটি বেসরকারি ব্লাডব্যাঙ্কে কাজ করছি। সমাজসেবার পাশাপাশি, যা রোজগার হচ্ছে তাতে পরিবারের পাশে থাকতে পারছি। নারী দিবসে ওই সম্মৈন পেয়ে দারুণ লাগছে।” এ দিন সংস্থার তরফে উৎপলা তালুকদার, সুর্বণা দে, মঞ্জু মুখোপাধ্যায়, তুলসী চক্রবর্তীকেও তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়। উদ্যোক্তা সংস্থার সম্পাদক শঙ্কর রায় বলেন, “নারী শক্তিকে সম্মান জানাতে কয়েক জনকে নারী যোদ্ধা হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের নিজের পরিশ্রম, চেষ্টা, নিষ্ঠা প্রশংসনীয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement