মৃতার স্বামী। নিজস্ব চিত্র।
তৃণমূলের বিজয় মিছিলে যেতে না পেরে আত্মহত্যা করলেন এক মহিলা। উত্তর দিনাজপুরের বালুরঘাট সংলগ্ন কুমারগঞ্জ ব্লকের এই ঘটনায় মৃত মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
কুমারগঞ্জ ব্লকের কুলহরি গ্রামের বাসিন্দা ওই মহিলার দেহ বৃহস্পতিবার তাঁর বাড়ির কাছে একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ঘটনার ঠিক আগের দিনই তৃণমূলের বিজয় মিছিল যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি হয়েছিল তাঁর।
মৃতার নাম মামনি রায়। গালিচা বানানোর কাজ করতেন তিনি। গালিচা তৈরির টাকাতেই চলত সংসার। পুলিশকে তাঁর পরিবার জানিয়েছে, হাতের কাজ সম্পূর্ণ না করেই তৃণমূলের মিছিলে যোগ দিতে চেয়েছিলেন মামনি। অন্যদিকে মহাজনের কাছে অগ্রিম নেওয়ায় তাঁকে কাজ শেষ করার জন্য জোর দিয়েছিলেন স্বামী। এই নিয়েই অশান্তি বাধে দুজনের।
পুলিশ জানিয়েছে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বুধবার বিজয় মিছিল ছিল এলাকায়। সেই মিছিলেই যেতে চেয়েছিলেন মামনি। কিন্তু মহাজনের চাপ থাকায় তাঁকে বাড়িতে থেকে গালিচা তৈরির কাজ শেষ করতে বলেন স্বামী হরিশ রায়। এই নিয়ে অশান্তির জেরে মামনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে এলেও পরেরদিন দুপুরে ফের বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। পরে বাড়ির কাছে একটি আমবাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
পুলিশকে হরিশ জানিয়েছেন, গালিচা তৈরীর জন্য মহাজনের কাছে অগ্রিম ৯ হাজার টাকা নেওয়া আছে। নির্দিষ্ট সময়ে কাজ বুঝিয়ে দিতে হবে। সেই কারণেই স্ত্রীকে বিজয় মিছিলে যেতে বাধা দিয়েছিলেন তিনি।