elephant

Elephant Attack: মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় মৃত্যু এক মহিলা চা শ্রমিকের, এলাকায় চাঞ্চল্য

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও বনকর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালবাজার শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২২:২০
Share:

প্রতীকী চিত্র

মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলা চা শ্রমিকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

বুধবার ডুয়ার্সের মালবাজারে চা বাগানের কাজ শেষ করে বিকেল ৪টে নাগাদ মূর্তি নদীতে স্নান করতে যান কয়েক জন মহিলা শ্রমিক। স্নান করার সময় হঠাৎ একটি বুনো হাতি নদীতে জল খেতে আসে। সেই সময় এক মহিলা হাতির সামনে পড়ে যান। হাতিটি মহিলাকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নাম তেতরি ওরাও (৪৫)। তিনি ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা চা বাগানের কর্মী। তাঁর বাড়ি ওই চা বাগানেরই শ্রমিক মহল্লায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি দিন চা বাগানের কাজ সেরে অনেকেই মূর্তি নদীতে স্নান করতে যান। বুধবার বিকেলে হঠাৎ পূর্ব দিকের চাপড়ামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে ওই মহিলাকে আক্রমণ করে। মহিলা দৌড়ে পালানোর চেষ্টা করেও পারেননি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও বনকর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

Advertisement

বন্যপ্রাণ শাখার এক আধিকারিক রাজকুমার লায়েক বলেন, ‘‘হাতির হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement