প্রতীকী চিত্র
মূর্তি নদীতে স্নান করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলা চা শ্রমিকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার ডুয়ার্সের মালবাজারে চা বাগানের কাজ শেষ করে বিকেল ৪টে নাগাদ মূর্তি নদীতে স্নান করতে যান কয়েক জন মহিলা শ্রমিক। স্নান করার সময় হঠাৎ একটি বুনো হাতি নদীতে জল খেতে আসে। সেই সময় এক মহিলা হাতির সামনে পড়ে যান। হাতিটি মহিলাকে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নাম তেতরি ওরাও (৪৫)। তিনি ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা চা বাগানের কর্মী। তাঁর বাড়ি ওই চা বাগানেরই শ্রমিক মহল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি দিন চা বাগানের কাজ সেরে অনেকেই মূর্তি নদীতে স্নান করতে যান। বুধবার বিকেলে হঠাৎ পূর্ব দিকের চাপড়ামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে ওই মহিলাকে আক্রমণ করে। মহিলা দৌড়ে পালানোর চেষ্টা করেও পারেননি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও বনকর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
বন্যপ্রাণ শাখার এক আধিকারিক রাজকুমার লায়েক বলেন, ‘‘হাতির হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হবে।’’