Raigunj

রায়গঞ্জ-কাণ্ড: জন্মদিনের পার্টিতে মদ খেয়ে বেসামাল, গাড়ি থেকে নামতে গিয়ে বিপত্তি

গাড়ি চড়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথেই বিপত্তি ঘটে। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সুস্থ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৪:০৫
Share:

অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় তরুণী। নিজস্ব চিত্র।

রায়গঞ্জে রাস্তার ধার থেকে এক অর্ধনগ্ন তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধারের ঘটনায় নয়া মোড়। রায়গঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারের ওই তরুণী ঘরোয়া পার্টিতে মদ্যপান করেছিলেন। তার পর গাড়ি চড়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথেই ওই বিপত্তি ঘটে। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তিনি মদ্যপান করেন। পার্টির কথা ওই তরুণীর পরিবারও জানত বলে পুলিশের দাবি। পার্টি শেষে ওই তরুণীকে নিজেদের গাড়ি করে বাড়িতে নামিয়ে দিতে যান তাঁর বন্ধুরা। জানা গিয়েছে, গাড়িতে নেশাগ্রস্থ অবস্থায় ওই তরুণী পান খাবেন বলে বায়না ধরেন। তার জেরে দোকানের খোঁজ শুরু করেন ওই তরুণীর বন্ধুরা। কিন্তু সব দোকান বন্ধ থাকায় পথে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় ওই বিপত্তি ঘটে। বেসামাল অবস্থায় গাড়ির দরজা খুলে নামতে গিয়ে পড়ে যান তিনি।

পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দারা তরুণীকে পড়ে যেতে দেখে ছুটে আসেন। তখনই ভয় পেয়ে তাঁকে ফেলে রেখেই গাড়ি নিয়ে চম্পট দেন তাঁর বন্ধুরা। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশি কোনও অভিযোগ দায়ের করেনি তরুণীর পরিবার। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।

Advertisement

শনিবার রাতে রায়গঞ্জ শহরের বীরনগরে ওই তরুণীকে গাড়ি থেকে ফেলে দিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement