— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিয়ের দু’বছরের মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু বধূর। দেহ উদ্ধার হল শ্বশুরবাড়ির কাছে একটি ভুট্টার ক্ষেত থেকে। ঘটনাটি ঘটেছে বিহারের কিশানগঞ্জ থানার মহম্মদপুর গ্রামে। বধূর বাপের বাড়ি উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মির্জাতপুরে। বাবার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা খুন করে পুঁতে দিয়েছে মেয়েকে।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম নুরি খাতুন। চাকুলিয়া থানার মির্জাতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ ফকিরা জানান, ২ বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছিলেন বিহারের কিশানগঞ্জ জেলার পিচলা গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে। বিয়ের পর থেকে মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছেন। তাঁকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করতেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। চার দিন আগে তাঁদের কাছে খবর আসে যে, নুরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার নুরির বাবা খবর পান, শ্বশুরবাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে একটি ভুট্টার ক্ষেতে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে মেয়ের দেহ। পুলিশের মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে মেয়ের শ্বশুরবাড়িতে যান তাঁরা।
কিশানগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতার শাশুড়ি ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে।