ছড়িয়েছে। জলপাইগুড়ির রায়কতপাড়ার বাসিন্দা শাহ পরিবারের ভাইয়েরা দীর্ঘ দিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে তাঁরা পুর নির্বাচনে জিতে কাউন্সিলারও হয়েছেন।
সরিতাপ্রসাদ শাহ ও মীরা শাহ নিজস্ব চিত্র
দুই জায়ের নির্বাচনী লড়াইকে কেন্দ্র সরগরম জলপাইগুড়ির পুরসভা ৪ নম্বর ওয়ার্ড। তৃণমূলের প্রার্থী হয়েছেন বড় জা সরিতাপ্রসাদ শাহ অন্য দিকে কংগ্রেসের প্রার্থী ছোট জা মীরা শাহ।
ওই ওয়ার্ডটি গত কয়েক বছর ধরে তৃণমূল দখলে রেখেছে। এবারের পুর ভোটেও তৃণমূলের পাল্লা ভারী। তা সত্ত্বেও একই পরিবারের দুই মহিলা প্রার্থীর মুখোমুখি লড়াই এলাকাবাসীর মধ্যে কৌতূহল ছড়িয়েছে। জলপাইগুড়ির রায়কতপাড়ার বাসিন্দা শাহ পরিবারের ভাইয়েরা দীর্ঘ দিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে তাঁরা পুর নির্বাচনে জিতে কাউন্সিলারও হয়েছেন। তবে ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় প্রথমবার ভোটের ময়দানে শাহ পরিবারের মহিলারা।
দুই জায়ই মনে করছেন, ভোটের ময়দানের নতুন হলে তাঁদের স্বামীদের পরিচয়ই লড়াইয়ের ময়দানে অনেকটা জায়গা করে দেবে। কিন্তু ভোটের লড়াই কি পরিবারিক সম্পর্কে ছাপ ফেলবে? এ প্রশ্নের উত্তরে ছোট জা মীরা শা বলেন, ‘‘আমরা দু’জনে দিদি বোনের মতো। লড়াই আমাদের ভোটের ময়দানে, ঘরের অন্দরে নয়।’’ তৃণমূল প্রার্থী সরিতা শা-এর স্বামী বিদায়ী কাউন্সিলার নিপু শা-এর অবশ্য দাবি ওই ওয়ার্ডে এবারও জিতবে তৃণমূল। এলাকায় বিজেপি প্রার্থী হয়েছে দুর্গা ঝা।