হরিশ্চন্দ্রপুর-২ ব্লক দফতরে মোতায়েন পুলিশ। নিজস্ব চিত্র।
পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে ধুন্ধুমার মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকে। তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই দৌলতনগর গ্ৰাম পঞ্চায়েতে মঙ্গলবার অশান্তি ছড়ায় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে দলেরই ১২ জন সদস্য অনাস্থা এনেছিলেন এক মাস আগে। মঙ্গলবার ওই ১২ জন সদস্যকে সই যাচাইয়ের (ভেরিফিকেশন) জন্য ব্লক কার্যালয়ে ডাকা হয়েছিল। ব্লক দফতরে যাওয়ার সময় ১১ জন সদস্যকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করার অভিযোগ উঠল নজিবুর এবং হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফুল হক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনার জেরে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের গাড়ি আটকে চলে বিক্ষোভ। এমনকি এর পরে পুলিশের সামনে চলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।