shops set ablaze

শর্ট সার্কিটের আগুনে ছাই কালচিনির দু’টি দোকান

শনিবার আনুমানিক ভোর ৫টায় নাগাদ মেচপাড়া ফ‍্যাক্টরির সামনে ভোপাল অধিকারীর মুদি দোকানে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৭:১৫
Share:

প্রতীকী ছবি।

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল দু’টি দোকান। ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, শনিবার আনুমানিক ভোর ৫টায় মেচপাড়া ফ‍্যাক্টরির সামনে ভোপাল অধিকারীর মুদি দোকানে আগুন লাগে। দ্রুত সেই আগুন পাশের সিদ্ধার্থ মাহালির ফাস্ট ফুডের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কিছুক্ষণ পরে হ‍্যামিল্টনগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডে দু’টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষের টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement