Road Accident in Malda

সাতসকালে মালদহে পথ দুর্ঘটনা, টোটোর পিছনে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু চার জনের, আহত এক

টোটোয় ভরে সব্জি বিক্রি করতে যাচ্ছিলেন কৃষকেরা। জাতীয় সড়কের উপর একটি বেপরোয়া গতির লরি পিছন থেকে ধাক্কা মারে টোটোয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১০:০১
Share:

দুর্ঘটনার পর টোটোর অবস্থা। — নিজস্ব চিত্র।

সাতসকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল অন্তত চার জনের। গুরুতর আহত অবস্থায় আরও একজনের চিকিৎসা চলছে। দুর্ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার শ্যামনগরে। জানা গিয়েছে, যাত্রীবোঝাই টোটোটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই মৃত্যু। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও তার চালক পলাতক।

Advertisement

গাজোল কৃষি মান্ডিতে টোটোতে করে সব্জি বিক্রি করতে যাচ্ছিলেন কৃষকেরা। সেই সময় মালদহগামী একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গাজোল হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরও একজন। গুরুতর আহত আরও একজনকে গাজোল হাসপাতাল থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাজোল থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই চালক ফেরার। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement