বৃহস্পতিবার মালদহের মানিকচকে বঙ্গধ্বনি যাত্রায় সাবিত্রী মিত্র। নিজস্ব চিত্র
তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় বক্তৃতা করতে গিয়ে বিজেপি সম্পর্কে কু’কথা বলে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার মালদহের মানিকচকে বঙ্গধ্বনি যাত্রায় সাবিত্রী মিত্রকে ঘিরে ক্ষোভের কথা জানান তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁরা দুয়ারে সরকার কর্মসূচিকে আরও ব্যপক আকারে করার কথা বলতে থাকেন। বিজেপি একাধিক কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছে, সেই অভিযোগও করেন তাঁরা। তারপরেই মেজাজ হারান সাবিত্রী।
যদিও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে দুলাল সরকার জানিয়েছেন, ‘‘সভায় উত্তেজনাবশত সাবিত্রী মিত্র এই কথা হয়ত বলে ফেলেছেন। এটিকে বড় করে না দেখাই ভাল।’’
সাবিত্রী মিত্রের কথা চাউর হতেই বিরোধিতায় পথে নেমে পড়েছে বিজেপি। বিজেপি নেত্রী শ্রীরূপা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘দীর্ঘকাল ধরে রাজনীতি করছেন সাবিত্রী। তাঁর মুখ থেকে এই ধরনের কথা শোনা দুর্ভাগ্যের। বিজেপি রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের দলের কেউ এমন কথা কখনও বলেন না। আমরা এই মন্তব্যের কড়া নিন্দা করছি।’’
আরও পড়ুন: ‘মাথা ঝোঁকাবে না বাংলা’, আইপিএস অফিসার বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
আরও পড়ুন:পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা জিতেন্দ্রর, ছাড়লেন তৃণমূলও