ভোটের পর সভা ঘিরে চর্চা

বিধানসভা ভোটে জেলায় চরম বিপর্যয়ের পর আজ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রথম বর্ধিত সভা হচ্ছে মালদহে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে মালদহ কলেজ অডিটোরিয়ামে ওই সভা হবে। থাকবেন দলের মালদহ জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের সহ সভাপতি, সাংসদ মুকুল রায়ও থাকতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০১:৫৯
Share:

বিধানসভা ভোটে জেলায় চরম বিপর্যয়ের পর আজ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রথম বর্ধিত সভা হচ্ছে মালদহে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে মালদহ কলেজ অডিটোরিয়ামে ওই সভা হবে। থাকবেন দলের মালদহ জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের সহ সভাপতি, সাংসদ মুকুল রায়ও থাকতে পারেন। দলেরই একটি সূত্র জানাচ্ছে, সোমবারের সভায় মূল আলোচনাই হবে কলকাতার ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে। এর পাশাপাশি এই জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। এদিন শুভেন্দুবাবু দলের নয়া জেলা কমিটিও ঘোষণা করতে পারেন বলে জেলার নেতাদের একাংশ আশাবাদী।

Advertisement

এ বারের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূল নেত্রীর স্বস্তি ধাক্কা খেয়েছিল মালদহে। এখানে ১২টি আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল। নেতাদের ঝগড়াতেই যে এই হাল, ফের ক্ষমতায় এসেই তা স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় দলের কাণ্ডারীদের প্রকাশ্যে ভর্ৎসনাও করেছিলেন। ভেঙে দিয়েছিলেন জেলা কমিটি ও কোর কমিটি। আর গত ১৮ জুন কলকাতার নেতাজি ইন্ডোরে দলের কর্মিসভায় মমতা বলেছিলেন, ‘‘জমিদারি মনোভাব নিয়ে রাজনীতি করা যায় না। যারা ঝগড়া করেছেন, এখন তারা বিশ্রামে থাক।’’ যত দিন না নয়া কমিটি হচ্ছে ততদিন মোয়াজ্জেম হোসেনকেই জেলা সভাপতির দায়িত্ব সামলাতে বলেন। দলীয় সূত্রে খবর, ভোটে ব্যাপক বিপর্যয়ের পর জেলায় সেভাবে দলের বর্ধিত কোনও সভাই হয়নি। তাই ২১ জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে আজ সোমবার জেলার দলীয় বর্ধিত সভা ডাকা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement