ফাইল চিত্র।
পুনর্ভবার স্রোতে মাটি সরে রেললাইন বিধ্বস্ত হয়ে পড়ায় গত ৯ দিন যাবত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বুনিয়াদপুর স্টেশন থেকে চলছে শিলিগুড়ি এবং কলকাতার সমস্ত ট্রেন। রেলের তরফে ভেঙে পড়া লাইনে মেরামতির কাজ শুরু হয়েছে। তবে কবে থেকে বালুরঘাট পর্যন্ত লাইন ঠিক হয়ে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে, জানাতে পারেনি উত্তরপূর্ব সীমান্ত রেল।
রেল যোগাযোগ বন্ধ থাকায় সমস্যার মুখে বালুরঘাট মহকুমার চারটি ব্লকের অসুস্থ বাসিন্দারা। কলকাতা ও শিলিগুড়িতে চিকিৎসার জন্য যেতে পারছেন না তারা। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ট্রেনে করে পাশের জেলা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন, তারও কোনও উপায় নেই।
গত ১৪ অগস্ট গঙ্গারামপুরের বেলবাড়ি অঞ্চলের গুড়িয়াপাড়া এলাকায় বন্যার তোড়ে প্রায় ১০০ মিটার রেলপথের নীচের মাটি ভেসে গিয়ে লাইন ঝুলছে। ওই দিন থেকে বালুরঘাট সম্পূর্ণ ভাবে এবং গঙ্গারামপুর অংশত বিচ্ছিন্ন। গত ২০ অগস্ট থেকে গৌড় লিঙ্ক, তেভাগা, হাওড়া দ্বিসাপ্তাহিক, শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলি বালুরঘাট থেকে ৬৫ কিলোমিটার দূরে বুনিয়াদপুর স্টেশন থেকে যাতায়াত শুরু করেছে।
বালুরঘাট এবং গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটি সম্পাদক যথাক্রমে পীযূষ দেব এবং অজয় দাস জানান, আধিকারিকরা তাঁদের জানিয়েছেন, ২৮ অগস্ট পর্যন্ত মেরামতি চলবে। তার পরে লাইন পরীক্ষা করে বালুরঘাটের পথে ট্রেন চালানো সম্ভব কিনা, খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন রেল কর্তৃপক্ষ।