ফাইল চিত্র।
জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০-৭০ ফুট নীচে তিস্তার খাদে বাসটি পড়ে যায়। বুধবার সেবকের গণেশঝোড়ার কাছে ওই দুর্ঘটনা ঘটে। সূত্রের দাবি, ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য চলছে।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এর পরেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে দেয়। পরে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মংপুং আউটপোস্টের ওসি হিমাদ্রি ডোগরা। আপাতত পুলিশ এবং স্থানীয়রাই এক সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয়রা জানান, উদ্ধারকাজের জন্য খাদ ধরে নীচে নেমে এক জনের দেহ উদ্ধার হয়েছে। আর এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক স্থানীয় বলেন, ‘‘বাসটি যাত্রিবোঝাই ছিল না। না-হলে বহু মানুষের মৃত্যু হতে পারত।’’
পুলিশ সূত্রে খবর, ওই বাসটিতে চালক আর খালাসি ছাড়া আর কেউ ছিলেন না। যদিও তাঁদের মধ্যে কার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। অন্ধকার থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানানো হয় পুলিশের তরফে।