প্রতীকী চিত্র। শাটারস্টক।
ভুটানের নাগরিকদের শীঘ্র করোনা টিকা দিতে হবে। এই দাবিতে আলিপুরদুয়ারে জয়গাঁতে ভুটান গেটের সামনে অনিদিষ্টকালের জন্য অবস্থানে সামিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকেই ভুটান গেটের সামনে অবস্থানে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস জয়গাঁ ২ নম্বর অঞ্চল কমিটির কর্মীরা।
তৃণমূল কংগ্রেসের জয়গাঁ ২ নম্বর অঞ্চল কমিটির সভাপতি মহম্মদ আব্দুল মানিকের দাবি, প্রায় ১১ মাস ধরে বন্ধ জয়গাঁ ভুটান গেট। ফলে বিপাকে পড়েছে জয়গাঁ এলাকার ব্যবসায়ীরা। কারণ জয়গাঁ এলাকার ব্যবসা অনেকাংশে ভুটানের উপর নির্ভরশীল।
মানিকের দাবি ভুটান আমাদের বন্ধু দেশ। আর কেন্দ্রীয় সরকার ভুটানকে এখনও করোনার টিকা দিচ্ছে না।। ফলে ভুটানও তাদের গেট ব্যবসায়ীদের জন্য গেট খুলছে না। তাই আমাদের দাবি অর্থনৈতিক কারণেই ভুটানের নাগরিকদের আগে টিকা দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার। তা হলেই ভুটান গেট খুলবে আবার এই এলাকায় ব্যবসা বাণিজ্য শুরু হবে।