West Bengal Panchayat Election 2023

 চার গ্রাম পঞ্চায়েতে ‘গোঁজ কাঁটা-ই’চিন্তা তৃণমূলের

ব্লক সভানেত্রী সুধাসিংহ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দলের লোকেরা চক্রান্ত না করলে, আমাদের কেউ হারাতে পারবে না। আমরা বোঝানোর চেষ্টা করছি।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ০৮:২৯
Share:

—প্রতীকী চিত্র।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরোলেও ডাবগ্রাম-ফুলবাড়ির চারটি গ্রাম পঞ্চায়েতের অনেক আসনে এখনও ‘গোঁজ প্রার্থী’ নিয়ে দুশ্চিন্তা কাটেনি তৃণমূলের। কয়েকটি আসনে বিজেপিরও চিন্তা বাড়িয়েছে তাদের ‘গোঁজ প্রার্থীরা’।

Advertisement

ব্লক তৃণমূলের একটি সূত্রেই জানানো হয়েছে, ভোট ঘোষণা হতেই টিকিট কারা পাচ্ছেন তা নিয়ে কয়েক,দিন ধোঁয়াশা থাকায়, অনেকেই নিজের মতো করে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে, দলের প্রার্থী ঘোষণা হলে, অনেকে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হন। চারটি গ্রাম পঞ্চায়েতে সব মিলিয়ে অন্তত জনা ৩০ ‘গোঁজ প্রার্থী’ হওয়ার তোড়জোড় শুরু করেন। কয়েক জনকে বুঝিয়ে, দলের কথা বলে সামলানো গেলেও অন্তত ২৫ জন ‘গোঁজ’ হিসাবে দাঁড়িয়ে যান। তাঁদের মধ্যে ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পাঁচ জন, ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে ছ’জন, ডাবগ্রাম-১ গ্রাম পঞ্চায়েতে ছ’জন এবং ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতে আট জন দাঁড়িয়ে যান। দলের কাছে তাঁরা ‘মাথা ব্যথার’ কারণ হয়ে ওঠেন। দলের থেকে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করাতে বোঝানো হচ্ছিল। প্রত্যাহারের শেষ দিন, গত মঙ্গলবার দশ জনকে মনোনয়ন তোলানো সম্ভব হয়েছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। তার আগের দিন, সোমবারও এক জন প্রত্যাহার করেন। তবে তার পরেও অন্তত ১৪ জন গোঁজ প্রার্থী রয়ে গিয়েছেন। তার বাইরেও কিছু নির্দল রয়েছেন। তাঁদের একাংশ তৃণমূলের ভোট নষ্ট করতে দাঁড়িয়েছেন বলে অভিযোগ।

ব্লক সভানেত্রী সুধাসিংহ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দলের লোকেরা চক্রান্ত না করলে, আমাদের কেউ হারাতে পারবে না। আমরা বোঝানোর চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে।’’ দলের ওই সমস্ত ‘গোঁজ প্রার্থীর’ মধ্যে ডাবগ্রাম-১ নম্বরে পাঁচ জন রয়েছেন। ডাবগ্রাম-২ ব্লকে অন্তত তিন জন। ফুলবাড়ি-১ নম্বরে চার জন এবং ফুলবাড়ি-২ নম্বরে দু’জন। এই চারটি গ্রাম পঞ্চায়েত জলপাইগুড়ি জেলার অধীনে। তৃণমূলের স্থানীয় নেতা তথা জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ দেবাশিস প্রমাণিক বলেন, ‘‘অধিকাংশই মনোনয়ন প্রত্যাহার করেছেন। কিছু বাকি রয়েছেন। তবে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করি। দলের নির্দেশের বাইরে গিয়ে যাঁরা দাঁড়িয়েছেন, তাঁদের দু’-এক দিনে দল থেকে বহিষ্কার করা হবে।’’ তাঁর দাবি, তৃণমূলের প্রতীক যাঁরা পেয়েছেন, তাঁদেরই দলের প্রার্থী হিসাবে ভোট দিতে তাঁরা প্রচারে আহ্বান জানাচ্ছেন।

Advertisement

বিজেপিরও কয়েক জন ‘গোঁজ প্রার্থী’ রয়েছেন বলে দল সূত্রের খবর। দলের তরফেই জানানো হয়েছে, ডাবগ্রাম-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়ি-১ নম্বরে এক জন করে, দু’জন ‘গোঁজ’ রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement