TMC

নাগরাকাটার তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগ, ‘আপদ’ বিদায় হয়েছে, বললেন তৃণমূল নেতা

ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে,  দল থেকে ‘আপদ’ বিদায় হওয়ার খুশিতে কর্মীরা মিষ্টি খেয়েছেন, আবার অন্যদেরও মিষ্টিমুখ করিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৮:৩৬
Share:

মেটেলি ব্লক সভাপতি আশিস কুণ্ডু।

নাগরাকাটা বিধানসভার বিধায়ক সুকরা মুন্ডা তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। সেই আনন্দে রবিবার চালসাতে খুশিতে মিষ্টিমুখ করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সুকরা মুন্ডাকে ‘আপদ’ বলেও কটাক্ষ করা হয়েছে।

Advertisement

ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দল থেকে ‘আপদ’ বিদায় হওয়ার খুশিতে কর্মীরা মিষ্টি খেয়েছেন, আবার অন্যদেরও মিষ্টিমুখ করিয়েছেন। সুকরার বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আজ এক সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি আশিস কুণ্ডু বলেন, “দল থেকে আপদ বিদায় হল। সেই খুশিতে তৃণমূল কর্মীরা মিষ্টিমুখ করেন ও অন্যদেরও মিষ্টি খাইয়েছেন।” তাঁর অভিযোগ, সুকরা অনেক দিন ধরেই তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। দলে একটা ভাঙন ধরানোর চেষ্টা করছিলেন। তাই সুকরা দলত্যাগ করায় স্বভাবতই খুশি চালসার তৃণমূলের কর্মীরা, জানিয়েছেন আশিস।

এ বার বিধানসভা নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা হচ্ছে কি না, সে প্রশ্নের জবাবে আশিস বলেন, “কে প্রাথী হবে সেটা দল ঠিক করবে। তবে আপদ বিদায় হওয়ায় আমরা খুশি। সুকরা দল ছাড়ায় মেটেলি ব্লকে তৃণমূল আরও শক্তিশালী হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement