পুরসভার তহবিল থেকে নির্বাচনী প্রচারের জন্য সিপিএম টাকা খরচ করেছে বলে অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এই দাবি করেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। রঞ্জনবাবু বলেন, ‘‘বেআইনি ভাবে কাজ হচ্ছে। কত টাকা কী ভাবে খরচ হয়েছে তা জানতে কমিশনে অভিযোগ জানাচ্ছি।’’
তা শুনে অশোকবাবুর প্রতিক্রিয়া, ‘‘উন্মাদ বলে এ সব বলছেন। পুরসভারই টাকা নেই। সেখানকার এক টাকাও খরচ করা যায় না কি? বরং ওরাই ক্লাবগুলিকে সরকারি তহবিল থেকে টাকা দিয়ে তা ভোটের কাজে লাগিয়েছেন। মুখ্যমন্ত্রীর নামে বিধিভঙ্গের নালিশ হচ্ছে।’’ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রচারে প্রার্থীরা ২৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারে। অথচ সিপিএম যে ভাবে মিছিল, প্রচার করছে তাতে তার চেয়েও বেশি খরচ হচ্ছে। রঞ্জনবাবু বলেন, ‘‘নির্বাচন কমিশনই সব দেখবে।’’
পুরসভার টাকা সিপিএম নির্বাচনে খরচ করছেন বলে বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছেন বলে দাবি রঞ্জনবাবুদের। অশোকবাবুর নাম না করে শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভাইচুং ভুটিয়া বলেন, ‘‘১১ মাস থেকে তিনি বলছেন টাকা নেই। কাজ হচ্ছে না। অথচ মিছিলে টাকা খরচ করছেন। মানুষ প্রশ্ন তুলেছে তা নিয়ে।’’