—প্রতীকী ছবি।
এক তৃণমূল নেতাকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করান হয়েছে। অভিযোগ, এই মারধরের পিছনে শ্বশুরবাড়ির লোকজন-সহ বেশ কয়েক জন স্থানীয় প্রভাবশালীর হাত রয়েছে।
পুলিশ সূত্রে খবর, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক তথা উত্তর দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি অনুপ করকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই মারধরের পেছনে শ্বশুরবাড়ির লোক-সহ স্থানীয় কয়েক প্রভাবশালীর হাত রয়েছে বলে অভিযোগ করেছে ওই তৃণমূল নেতার পরিবার। তবে এক জন রাজ্য তৃণমূল নেতাকে যে ভাবে বেধড়ক মারধর করা হল তাতে পরিবারিক বিবাদ রয়েছে বলে মনে করছেন না অনুপের বাড়ির লোক। তাঁদের সন্দেহ এর পিছনে রাজনৈতিক বিবাদও থাকতে পারে।