চন্দ্রিমা ভাট্টাচার্য। নিজস্ব চিত্র।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলিকেও গোছানোর কাজ শুরু করেছে তৃণমূল। তারই অঙ্গ হিসেবে শুক্রবার জলপাইগুড়িতে তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য। আর সেখান থেকেই আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে।
শুক্রবার চন্দ্রিমা তাঁর বক্তব্যে ভিন রাজ্য থেকে বাংলায় আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমন করেন। তিনি প্রশ্ন তোলেন, বাম জমানায় যখন অত্যাচার হয়েছিল তখন এঁরা কোথায় ছিলেন? তিনি বলেন, "কেশপুরে ছিলেন না, নেতাইয়ে ছিলেন না, নন্দীগ্রামে ছিলেন না, সিঙ্গুরে ছিলেন না। এখন বাইরে থেকে এসে বাংলা দখল করার চেষ্টা করছেন।" একই সঙ্গে চন্দ্রিমা বলেন, বিজেপির বাংলা দখল করার স্বপ্ন রাজ্যের মানুষ সার্থক হতে দেবেন না।