TMC

দিনহাটায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূলের, অস্বীকার করল বিজেপি

তৃণমূলের অভিযোগ, দিনহাটার পেটলা পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়কে মারধর করেন বিজেপি কর্মীরা। তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:১৩
Share:

হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা। —নিজস্ব চিত্র।

দিন কয়েক আগেই দিনহাটার উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল। সেই দিনহাটাতেই তৃণমূলের উপ প্রধানকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। যদিও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। জখম তৃণমূল নেতা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

Advertisement

তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে দিনহাটার পেটলা পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়কে মারধর করেন বিজেপি কর্মীরা। জখম অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে তিনটি বাইকে চড়ে কয়েক জন বিজেপি কর্মী বোরডাঙা এলাকায় বণিকের বাড়ির সামনে জমায়েত করেন। বণিক সেখানে গেলে এক বিজেপি কর্মী তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। বিজেপি-র পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীদের আটকে মারধর করে তৃণমূল এবং একটি বাইকে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

Advertisement

হাসপাতালে চিকিৎসাধীন বণিক বলেন, ‘‘বিজেপি কর্মীরা আমার বাড়ির সামনে জমায়েত করেছিল। এক জন আমার উপর হামলা চালায়।’’ বিজেপি-র জেলা সভানেত্রী মালতী রাভা রায়ের পাল্টা অভিযোগ, ‘‘তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। সেই দোষ বিজেপি-র ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement