North Bengal

ভাগাভাগি নয় বাংলা, পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির বিরুদ্ধে তৃণমূলের মিছিল কোচবিহারে

মঙ্গলবার প্রতিবাদ সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৩
Share:

কোচবিহারে তৃণমূলের সভা। নিজস্ব চিত্র।

এক দিকে যখন উত্তরবঙ্গ জুড়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন সংঘটিত হচ্ছে। অন্য দিকে বাংলা ভাগের প্রতিবাদে কোচবিহার শহরে মিছিল করল জেলা তৃণমূল। মঙ্গলবার কোচবিহার জেলার তৃণমূলের তরফে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের পাশে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়। একই সঙ্গে কোচবিহার শহরে বাংলা ভাগের প্রতিবাদে হয় মিছিল।

Advertisement

মঙ্গলবার প্রতিবাদ সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একই সঙ্গে বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান জানান তিনি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বাংলা ভাগের চক্রান্তকারীদের রক্ত ঝরানোর হুঁশিয়ারিও দেন উদয়ন। প্রসঙ্গত, কিছু দিন আগে তিনি দিনহাটার একটি সভা থেকে বিরোধীদের হুঁশিয়ার এগিয়ে বলেছিলেন, ‘‘রক্ত দিয়ে হলেও বাংলা ভাগ আটকানো হবে। যারা বাংলা ভাগ করতে আসবে তাদেরও রক্ত ঝরবে।’’ মঙ্গলবার প্রতিবাদ সভা থেকে ফের একই হুঁশিয়ারি উদয়নের।

পাশাপাশি, অনন্ত মহারাজের সঙ্গে সুকান্ত মজুমদারের সাক্ষাৎকার প্রসঙ্গে উদয়।ন বলেন, ‘‘সমস্ত স্বার্থান্বেষী ব্যক্তিরা ব্যক্তিস্বার্থে এক হয়েছে। শকুনের চোখ যেমন ভাগাড়ের দিকে থাকে, তেমনই তাদের নজর এদিকে রয়েছে। শকুনেরা কোচবিহারের দিকে নজর দিয়েছে।’’

Advertisement

উদয়নের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ কী চাইছে, উত্তরবঙ্গের মানুষের ভাষা কী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে আগে তা জানতে হবে। উদয়ন গুহ এতদিন বাঘের চামড়া পরেছিলেন, এখন ঘাসে মুখ দিয়েছেন। ওঁর বাবা কমল গুহকে এখনও উত্তরবঙ্গের মানুষ স্মরণ করেন। তিনি উত্তরবঙ্গের জন্য কিছু করে গিয়েছিলেন। উদয়নের মত তিনি গরু চুরি করেননি। তিনিবীজ কেলেঙ্কারি করেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement