বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। —নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার গড়েই বিজেপি-তে ভাঙন ধরল। তিনশোর বেশি বিজেপি কর্মী-সমর্থক মঙ্গলবার নাম লিখিয়েছেন তৃণমূলে। নিজেদের শক্ত ঘাঁটি চা বলয়ে দলে ধস নামলেও তাকে পাত্তা দিচ্ছে না বিজেপি।
চা বলয়ে আরও কিছুটা শক্তি বাড়াল তৃণমূল। ডুয়ার্সের চা বলয়ের নাগরাকাটা বিধানসভা আসনটি বিজেপি-র দখলে। মঙ্গলবার সেই নাগরাকাটা বিধানসভার ক্যারন চা-বাগানের সমস্ত শ্রমিক সংগঠনের সদস্যরা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-তে নাম লেখালেন। মঙ্গলবার বিকেলে জেলা আইএনটিটিইউসি নেতা রাজেশ লাকড়ার নেতৃত্বে অন্যান্য শ্রমিক সংগঠনের সদস্যরা তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দেন। ফলে ক্যারন চা বাগান বিজেপি শূন্য হয়ে গেল বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিপুল জয়ের পর থেকেই চা বলয়ে শক্তি বাড়িয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে সেই জয়ের ধারা বেশ খানিকটা ধরে রেখেছিল তারা। কিন্তু এর পর থেকেই ক্ষয় ধরেছে বিজেপি-র সেই সংগঠনে। যদিও বিজেপি নেতৃত্ব অবশ্য এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ।