—ফাইল চিত্র।
প্রচারের শেষবেলায় বিজেপির চমক বিপ্লব দেব। পাল্টা তৃণমূলের তাস দেব অধিকারী। কিন্তু শনিবার সেই প্রচার শুরু হওয়ার অনেক আগেই টক্কর লেগে গেল দুই পক্ষে। অভিযোগ উঠল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রোড শোয়ের অনুমতি দেয়নি পুলিশ। এই নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বিজেপির প্রশ্ন, তৃণমূলকে রোড শোয়ের অনুমতি দেওয়া হয়েছে, তা হলে বিপ্লবকে দেওয়া হল না কেন? পুলিশ সুপারের দাবি, পক্ষপাতিত্বের অভিযোগ ঠিক না।
এ দিনই বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে রায়গঞ্জে এসেছেন বিপ্লব দেব। কিন্তু শনিবার তাঁর রোড শো হবে কিনা, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিত লাহিড়ী বলেন, ‘‘এই নিয়ে দলের তরফে বুধবার জেলা পুলিশের কাছে লিখিতভাবে অনুমতি চাওয়া হয়। কিন্তু এখনও সেই অনুমতি দেওয়া হয়নি। অথচ জেলা পুলিশ অতি সক্রিয় হয়ে তৃণমূলকে দেবের রোড শোয়ের অনুমতি দিয়েছে। এতেই তৃণমূলের হয়ে পুলিশের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে গিয়েছে।’’ বিশ্বজিতের দাবি, ‘‘শেষ পর্যন্ত পুলিশ অনুমতি না দিলেও বিপ্লবের রোড শো হবে।’’
জবাবে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিজেপির অনেক আগে দেবের রোড শো করার অনুমতি চায় তৃণমূল। তাই তৃণমূলকে অনুমতি দেওয়া হয়েছে।’’ তাঁর কথায়, ‘‘এখন বিজেপি একই দিনে একই কালিয়াগঞ্জে রোড শো করার অনুমতি চায়। তাই আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এখনও পর্যন্ত বিজেপিকে অনুমতি দেওয়া হয়নি। কোনও রাজনৈতিক দল বিনা অনুমতিতে রোড শো করলে পুলিশ আইনানুগ
ব্যবস্থা নেবে।’’
বিপ্লব নিজেও চুপ করে বসে নেই। তিনি রাতে বলেন, ‘‘গত লোকসভা ভোটে এ রাজ্যের দু’তিনটি এলাকায় তৃণমূল আমার প্রচার বন্ধ করে দেয়। ফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, সেই সব জায়গায় বিজেপি জিতেছে। আশা করব, মুখ্য নির্বাচনী আধিকারিক কালিয়াগঞ্জে আমায় রোড শো করার ব্যাপারে অনুমতি দেওয়ার ব্যবস্থা করবেন।’’ তিনি মুখ্যমন্ত্রী এবং এ দিন রাজ্যে আসা সত্ত্বেও প্রোটোকল মেনে তাঁকে কেউ স্বাগত জানায়নি, এই অভিযোগও তুলেছেন বিপ্লব।
শনিবার বেলা ১২টা থেকে শহরের বিবেকানন্দ মোড় থেকে নেতাজি সুভাষ রোড, সুকান্ত মোড়, রেলগুমটি, বয়রা কালীবাড়ি হয়ে শহরের বিভিন্ন এলাকায় রোড শো করার কথা বিপ্লবের। অন্য দিকে, দুপুর ২টো থেকে শহরের একই রাস্তায় দেব রোড শো করার কথা দেবের।
কালিয়াগঞ্জের তৃণমূলের পর্যবেক্ষক গোলাম রব্বানির দাবি, ‘‘শহরের বাসিন্দাদের সাময়িক আনন্দ দিয়ে নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার আর্জি জানাতেই প্রচারে শেষ মূহূর্তে দেব শহরের বিভিন্ন এলাকায় রোড শো করবেন।’’