কার্যালয় খুলে দিলেন ৩ মহিলা

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তুফানগঞ্জ শহরে তৃণমূলের দলীয় কার্যালয় প্রায় দুই মাসের উপর বন্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ০৩:৫২
Share:

নেত্রী: দলের বন্ধ কার্যালয় খুললেন মহিলা নেত্রী। নিজস্ব চিত্র

দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল তুফানগঞ্জ শহরে তৃণমূলের দলীয় কার্যালয়। সোমবার তা খুলে দিলেন দলের মহিলা নেত্রীরা। তার পরে ‘দিদিকে বলো’ কর্মসূচি পালনেও উদ্যোগী হন তাঁরা। তাঁরা জানালেন, বিধায়ক অসুস্থ, সে কারণে তাঁরাই এগিয়ে এসে ‘দিদিকে বলো’ কর্মসূচি গ্রহণ করলেন।

Advertisement

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তুফানগঞ্জ শহরে তৃণমূলের দলীয় কার্যালয় প্রায় দুই মাসের উপর বন্ধ। মাঝে কলকাতার রাজ্য নেতৃত্বের তিন সদস্যের সংসদীয় দল এসে তুফানগঞ্জ এবং বক্সিরহাটের তৃণমূলের দলীয় কার্যালয় খুলে দিয়েছিলেন। কিন্তু সেই রাত থেকেই আবার কার্যালয় বন্ধ হয়ে যায়। তৃণমূলের অভিযোগ, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে বিজেপি। বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে কার্যালয়।

সোমবার তুফানগঞ্জ শহর মহিলা তৃণমূল সভানেত্রী কৃষ্ণা ঈশরের নেতৃত্বে তুফানগঞ্জ শহরে থাকা তৃণমূলের দলীয় কার্যালয় খোলা হয়। কৃষ্ণার সঙ্গে ছিলেন দুই মহিলা নেত্রী শ্বেতা চক্রবর্তী এবং মাধবী বোস এবং শিক্ষক নেতা মিজানুর রহমান সহ প্রায় দশ জন তৃণমূলকর্মী। বিজেপির অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা কাটমানি খেয়ে বাড়িতে বসে গিয়েছেন। ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। বিরোধীদের বক্তব্য, এ দিনও তুফানগঞ্জের দলীয় কার্যালয় খোলার সময় যে ক’জন তৃণমূল কর্মী এসেছিলেন তাঁরা সবাই বাইরের অঞ্চলের। শহরের কেউ ছিলেন না।

Advertisement

কৃষ্ণা জানান, নির্বাচনের ফল ঘোষণার পর সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে বিজেপি। তিনি বলেন, ‘‘ভয়ে আমাদের কর্মীরা বাড়ি থেকে বের হতে পারছেন না। শুনেছি বিধায়ক অসুস্থ। তাই বাধ্য হয়ে আমরাই আমাদের দীর্ঘ দিন বন্ধ থাকা কার্যালয় সোমবার খুলেছি।’’ তিনি দাবি করেন সোমবার থেকেই সাংগঠনিক কাজ শুরু হবে। ‘দিদিকে বলো’ কর্মসূচির জনসংযোগ যাত্রাও শুরু হবে। তিনি বলেন, ‘‘আস্তে আস্তে দলের কর্মীরা ফিরে আসবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement