ঘরের মধ্যে বুনো শুয়োরটি নিজস্ব চিত্র।
জঙ্গল থেকে লোকালয়ে চলে এল শুয়োর। মানুষের তাড়া খেয়ে আশ্রয় নিল মানুষেরই ঘরে! বৃহস্পতিবার ধূপগুড়ির ডাউকিমারি বাজার এলাকায় ওই বুনো শুয়োরটির হামলায় আহত এক শিশু-সহ তিন জন জখম হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, নাথুয়ার জঙ্গল থেকে শুয়োরটি লোকালয়ে চলে এসেছিল। জনতার তাড়া খেয়ে সেটি একটি বাড়ির মধ্যে আশ্রয় নেয়। সেই পরিবারের সদ্য ভরত মণ্ডল (৪০), শেফালি মণ্ডল (২৯), জিৎ মণ্ডল (৭) শুয়োরটির হামলায় গুরুতর জখম হন। আহত ৩ জনকেই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। ৭ বছরের শিশুটির পেটে ৫টি সেলাই পড়েছে।
রাত পর্যন্ত শুয়োরটিকে ধরা যায়নি। ফলে আতঙ্কে রয়েছে গোটা এলাকা। বন দফতরের ‘ট্রাঙ্কুলাইজার টিম’ এবং বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করে জনতা। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘‘সম্ভবত নথুয়ার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বুনো শুয়োরটি।’’