কোর্ট চত্বরে পোস্টার। নিজস্ব চিত্র
বিধানসভা ভোটের পর শীতলখুচিতে মানিক মৈত্র এবং আনন্দ বর্মণ খুনের মামলায় ফেরার ৯ অভিযুক্তদের নামে হুলিয়া জারি করল সিবিআই। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরস্কারও দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
শনিবার সিবিআই-এর আধিকারিকরা মাথাভাঙা মহকুমা আদালত চত্বরে মানিক ও আনন্দ খুনের মামলায় ফেরার অভিযুক্তদের নামে হুলিয়া জারি করেন। কোর্ট চত্বরে পোস্টারও লাগিয়ে দেন। সেই পোস্টারে অভিযুক্তদের পলাতক ঘোষণা করে তাঁদের মাথাপিছু পুরস্কারের ঘোষণাও করা হয়। যদি কেউ তাঁদের তথ্য সিবিআই-এর হাতে হাতে তুলে দিতে পারেন তবে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও পোস্টারে লেখা হয়েছে।
ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মানিক আর আনন্দ খুনের মামলায় ইতিমধ্যেই তৃণমূলের দুই ব্লক সভাপতি সাহের আলি মিঞা এবং পূর্ণগোবিন্দ সিংহ-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই। শনিবার আদালতে হাজির করানো হলে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশে দিয়েছে আদালত। আগামী ২৫ ফেব্রুয়ারি ফের তাঁদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।