বিক্ষোভ: চোপড়ার দাসপাড়ায় রাজ্যসড়ক অবরোধ। নিজস্ব চিত্র
ট্রেকারের ধাক্কায় এক শিশুর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ চাপড়া থানার দাসপাড়া এলাকাতে ওই ঘটনায় পুলিশ জানিয়েছে, জুনায়েদ আহমেদ (৬) মারা গিয়েছে। তার বাড়ি দাসপাড়ার ফকিরা বস্তি এলাকাতে। এ দিন ট্রেকারের ধাক্কায় তার মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে গন্ডগোল বাধে উত্তেজিত জনতার। পুলিশের দিকে ইটপাটকেল ও গুলি-বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, জনতার ছোড়া ঢিলে তাদের এক সাব ইন্সপেক্টর, এক এএসআই সহ কয়েক জন কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। লাঠিও চালায় পুলিশ। ইসলামপুরে পুলিশ সুপার সচিন মাক্কার বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’’ তবে, পুলিশের উপর বোমাবাজির বিষয়টি অস্বীকার করেছে পুলিশ সুপার।
এ দিন সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল জুনায়েদ। ইসলামপুরগামী একটি ট্রেকার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বেপরোয়া ট্রেকার চালানোর অভিযোগ তুলে উত্তেজিত জনতা ওই ট্রেকার উল্টে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ভয়ে পালিয়ে যান ট্রেকারের যাত্রীরা। দাসপাড়ার গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়।
ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভিয়ে ট্রেকারটি সরাতে গেলে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের গোলমাল বাধে। জনতার একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে বলে অভিযোগ। আহত পুলিশকর্মীদের চোপড়ার দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটালে তাতেও কয়েক জন এলাকার বাসিন্দা অসুস্থ বোধ করতে থাকেন বলে অভিযোগ। পুলিশ লাঠি চালাতে শুরু করলে পালিয়ে যায় উত্তেজিত জনতা।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের যাতে উত্তেজনা না তৈরি হয় সে কারণে এলাকাতে পুলিশি টহল রয়েছে বলে বলে পুলিশের দাবি। দেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই গন্ডগোলের জন্য পুলিশের তরফ থেকে একটি মামলাও রুজু হবে।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, ট্রেকার বা অন্য গাড়ি বেপরোয়া ভাবে যাতায়াত করে। তাতেই দুর্ঘটনা হচ্ছে। তার প্রতিকার দাবি করা হয়েছে।