আয়োজন: দীর্ঘদিন পর পরিষ্কার করা হচ্ছে স্কুলের ঘণ্টা। সোমবার জলপাইগুড়ির এফডিআই স্কুলে। ছবি: সন্দীপ পাল।
মঙ্গলবার থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ। করোনা বিধি মেনে স্কুলে পড়ুয়াদের ক্লাস করাতে তৈরি প্রতিটি স্কুল। তবে টিফিনের সময়ে পড়ুয়াদের খেলা, একসঙ্গে আড্ডা সবটাই বন্ধ থাকছে আপাতত। স্কুলে ক্লাস শুরুর থেকে শেষ পর্যন্ত কিছু স্কুলে পড়ুয়াদের উপর নজর রাখা হবে সিসি ক্যামেরার মাধ্যমে।
এছাড়াও টিফিনের সময়ে কিছু স্কুলে ‘ফ্লাইং টিচার’ থাকছেন, যাঁরা সমস্ত ক্লাসে নজর রাখবেন, যাতে পড়ুয়ারা একসঙ্গে বসে না থাকে এবং একে অন্যের টিফিনও না খায়। বহুদিন পর পড়ুয়ারা স্কুল আসছে। তাঁদের স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয় সোমবার সকাল থেকে। কোথাও চকলেট, আবার কোথাও হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানানো হবে পড়ুয়াদের।
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ছাত্রদের স্বাগত জানিয়ে গেট বসানো হয়েছে। আজ স্কুলে আসা সমস্ত ছাত্রের হাতে চকলেট দেওয়া হবে। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে নতুন করে মাইক লাগানো হয়েছে। টিফিনের সময়ে সেই মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজানো হবে, যাতে ছাত্রীদের মনোবল বৃদ্ধি পায়। সময়ও কাটে। এছাড়া টিফিনের সময়ে কিছু স্কুলে ক্লাসরুমে শিক্ষক-শিক্ষিকারা থাকবেন। যদিও এখনও বেশ কিছু স্কুলের মেরামতির কাজ কিংবা পরিষ্কারের কাজ পুরোপুরি ভাবে করা সম্ভব হয়নি। শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী জানান, “খুব ভাল লাগছে যে, বহুদিন পর ছাত্রীরা আবার স্কুলে আসতে পারবে। তবে ভাগে ভাগে ক্লাস করাতে শিক্ষিকাদের অভাবের জন্য কিছুটা সমস্যা রয়েছে। তবুও স্বাস্থ্যবিধির প্রতি নজর থাকবে সকলের। স্কুলে কিছু মাইক লাগানো হয়েছে। যেখানে টিফিনের সময়ে গান বাজানো হবে।”
অন্যদিকে, বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানান, “স্কুলে ছাত্রদের স্বাগত জানিয়ে চকলেট দেওয়া হবে। প্রতিটি ক্লাসে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এর মাধ্যমে পড়ুয়ারা স্বাস্থ্যবিধি মানছে কিনা তা দেখা হবে।” এছাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, বরদাকান্ত বিদ্যাপীঠ, নেতাজি বয়েজ, জগদীশচন্দ্র বিদ্যাপীঠ-সহ শহরের প্রতিটি স্কুলেই মঙ্গলবার থেকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের ক্লাস করানো হবে বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা।