জলপাইগুড়িতে সূর্যকান্ত মিশ্র। ছবি: ভিডিয়ো গ্র্যাব।
ভোটপর্বে ‘বিজেমূল’-এর মতো স্লোগান ব্যবহার করা ভুল সিদ্ধান্ত ছিল বলে আগেই মেনেছেন তিনি। এ বার বাংলা ভাগ হওয়া রুখতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া জন বার্লা-সহ বিজেপি-র একাংশকে প্রকাশ্যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলতে শোনা গিয়ছে। সেই প্রসঙ্গেই মমতাকে বাংলা ভাগের যড়যন্ত্র রোখার বার্তা দেন সূর্যকান্ত।
দু’দিনের সফরে জলপাইগুড়ি গিয়েছিলেন সূর্যকান্ত। রবিবার মৃদুল দে, অনাদি সাহু, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে জন বার্লার প্রসঙ্গ উঠলে সূর্যকান্ত বলেন, ‘‘বিজেপি-র অনেকেই এ নিয়ে বিরোধিতা করছেন। তবে তাঁরা কী চান, সেটা তাঁদের ব্যাপার। ওঁদের সংসার চালানোর দায়িত্ব আমার নয়। মুখ্যমন্ত্রীকে বলব, মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। বাংলা ভাগের চক্রান্ত চলছে। আপনার দেখা উচিত তা যেন সফল না হয়।’’
মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন সূর্যকান্ত। অভিযোগ করেন, কেন্দ্র এবং রাজ্য, দুই মন্ত্রিসভাতেই এমন অনেকে রয়েছেন, যাঁদের বিরুদ্ধে অপরাধ মামলা রয়েছে। দুর্নীতির অভিযোগও রয়েছে। অথচ তাঁদের হাতেই প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্র তুলে দেওয়া হল কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সূর্যকান্ত। তবে বর্তমানে বাংলায় দলের যা অবস্থা, তাতে কমরেড থেকে দলীয় নেতৃত্ব, সকলকে মানুষের কাছএ পৌঁছতে, তাঁদের দাবিদাওয়া মন দিয়ে শুনতে আর্জি জানিয়েছেন তিনি।