বিক্ষোভ: মৃতের দেহ রেখে অবরোধ ভায়োরে। নিজস্ব চিত্র
ছাত্রীর অপমৃত্যুকে কেন্দ্র করে বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো দক্ষিণ দিনাজপুরের তপনের ভায়োর এলাকা।
দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সোমবার সকাল ১১টা থেকে এলাকায় দফায় দফায় বিক্ষোভ চলে। ঘটনায় মূল অভিযুক্ত যুবককে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে দাবি করে আত্মীয় ও বাসিন্দারা মিলে ছাত্রীর মরদেহ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ গেলে জনতা পুলিশের গাড়িও ভাঙচুর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ মামুন মণ্ডল নামে পরিচিত এক যুবকের সঙ্গে ওই ছাত্রী জলসা দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দ্বীপখণ্ডা অঞ্চলের করদাকুড়ি এলাকায় একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ মেলে। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক।
মৃতার দাদার অভিযোগ, জলসার নামে ওই যুবক বোনকে ওই এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেয়। মৃত ছাত্রীর বাবার অভিযোগ, ‘‘থানায় গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়।’’
পুলিশ এ কথা অস্বীকার করেছে। তপন থানার ওসি বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘‘অভিযোগ জমাই পড়েনি। অভিযোগ ফিরিয়ে দেওয়ারও কোনও প্রশ্নই ওঠে না।’’ সোমবার বালুরঘাট হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর ছাত্রীর দেহ এলাকায় পৌঁছলে বিক্ষোভ শুরু হয়। বলে আত্মীয়দের দাবি। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এদিন মৃত ছাত্রীর ময়নাতদন্ত হয়েছে। রিপোর্টে অভিযোগের প্রমাণ পেলে ঘটনাটি গুরুত্ব দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’