পাথর বোঝাই ডাম্পার উল্টে ক্ষতিগ্রস্ত ৩ দোকান। নিজস্ব চিত্র।
সকালে ময়নাগুড়ির পর বিকেলে ধূপগুড়ি। একই দিনে দুই দুর্ঘটনা জলপাইগুড়ি জেলায়। সকালে ময়নাগুড়ি বিডিও অফিস মোড়ে পাথর বোঝাই একটি ট্রাক উলটে যায়। যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মেরে একটি চায়ের দোকানের উপরে উল্টে যায় লরিটি। এক জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম অমল রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত ব্যক্তি টোটো চালক। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এ দিন বীরপাড়ার দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পার উল্টে যায় ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিপাড়ায়। রাস্তার ধারের ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। ট্রাকটিকে আটক করেছে বানারহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এ দিন বিকেলে বীরপাড়ার দিক থেকে গয়েরকাটার দিকে আসার সময় তেলিপাড়ায় একটি পেট্রোল পাম্পের কাছে অপর দিক থেকে হঠাৎই সামনে চলে আসা একটি বালির গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে ৪৮-এর পাশে তিনটি দোকানের ওপর উলটে যায় লরিটি। এই ঘটনায় তরুনি মণ্ডল, ইসলাম আলি ও হাফিজুল রহমান নামে তিনজনের দোকান ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বানারহাট থানার ট্রাফিক ওসি কমল দে-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দোকান মালিক তরুনি মণ্ডল বলেন, ''আমি সেই সময় দোকানেই ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক দোকানের দিকে ধেয়ে আসছে। কোনও রকমে দোকান ছেড়ে পালিয়ে বাঁচি।" স্থানীয়দের বক্তব্য, বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া থেকে আংরাভাসাগামী এশিয়ান হাইওয়ে-৪৮ এর উপর প্রায় রোজই কোনও না কোনও দুর্ঘটনা ঘটছে। গাড়ির গতি নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে।