TMC

একুশে জুলাই পালন না করলে ব্যবস্থা

শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়ো কনফারেন্সের পরে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি-সহ কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আজ, সোমবার থেকে টানা কর্মসূচি নিয়েছে তৃণমূল।

Advertisement

পার্থ চক্রবর্তী

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৮:৫৩
Share:

প্রতীকী ছবি।

একুশে জুলাই নিহতদের শ্রদ্ধা জানাতে কর্মসূচি পালন না করলে হারাতে হবে পদ। রবিবার আলিপুরদুয়ারে দলের বুথ সভাপতিদের উদ্দেশে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই যা নিয়ে শোরগোল শুরু হয়েছে দলের অন্দরে। তবে একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের বুথ স্তরের নিষ্ক্রিয় নেতৃত্বকে সক্রিয় করতেই শীর্ষ নেতৃত্বের এমন হুঁশিয়ারি বলে মনে করছেন তৃণমূল নেতাদের একাংশ।

Advertisement

শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়ো কনফারেন্সের পরে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি-সহ কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আজ, সোমবার থেকে টানা কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচি সফল করতে রবিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বিধানসভা এলাকা ধরে সভা করেন উত্তরবঙ্গ কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা সভাপতি মৃদুল গোস্বামী, বিভিন্ন ব্লক,

অঞ্চল ও পুরসভার ওয়ার্ড কমিটির সভাপতি, প্রাক্তন কাউন্সিলর, প্রধান ও অন্য নেতারা।

Advertisement

লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর বেশ কিছু বুথের নেতৃত্ব নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে তৃণমূলের অন্দরেই অভিযোগ উঠেছে। এই অবস্থায় কোনও বুথে ২১ জুলাই পালন করা না হলে সেখানকার সভাপতিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করেছেন দলের নেতারা। কিন্তু কী ব্যবস্থা নেওয়া

হতে পারে? এ দিনের সভায় সৌরভকে বলতে শোনা যায়, ‘‘একুশে জুলাই পালন না করলে সেই বুথের সভাপতি পরের দিন আর যেন সভাপতি না থাকেন। একদম পরিষ্কার।’’ সৌরভের কথায়, ‘‘কেউ অসুস্থ হলে আলাদা ব্যাপার। কিন্তু বাধ্যতামূলক ভাবে ২১ জুলাই শহিদ বেদীতে মালা দিতেই হবে।’’

তবে বুথ সভাপতিদের কেউ কেউ অবশ্য বলেন, ‘‘শুধু শহরে বসে নির্দেশ দিলেই হবে না। শীর্ষ নেতৃত্বকেও মাঝেমধ্যে বুথে এসে পড়ে থাকতে হবে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে থেকেই তো তাঁদের অনেককে বুথেই পাওয়া যায় না।’’ এ দিনের সভা শেষে সৌরভ বলেন, ‘‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে অনেক বিষয়েই আলোচনা হয়। তা ছাড়া এ বারই প্রথম ২১ জুলাই, যেটা কলকাতায় হচ্ছে না। সেই কর্মসূচি সফল করতে সকলকে বার্তা দেওয়া হয়েছে। কোনও কড়া ব্যবস্থার কথা বলা হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement