Winter Garment

শীত পড়তেই ডুয়ার্সে পসরা সাজিয়েছেন ভিন রাজ্যের ব্যবসায়ীরা

রাস্তার পাশে রীতিমতো ঘাঁটি গেড়ে অস্থায়ী স্টল বানিয়ে শীতের পসরা সাজিয়ে বসেছেন ভিনরাজ্য থেকে আসা ব্যবসায়ীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৮:৪৩
Share:

শীতের পোশাকের স্টল। নিজস্ব চিত্র।

শীত পড়তেই ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হাজির ভিন রাজ্যের শীতবস্ত্র ব্যবসায়ীরা। উত্তরবঙ্গে অক্টোবর মাসের শেষ দিক থেকে শীত পড়তে শুরু করে। তার পরই উত্তরপ্রদেশ, লুধিয়ানা, কাশ্মীর থেকে ব্যবসায়ীরা শীতের পোশাক, কম্বল, জ্যাকেট, ব্ল্যাঙ্কেট, সোয়েটার ইত্যাদি নিয়ে হাজির হন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।

ডুয়ার্সের মালবাজার, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট-সহ পার্শ্ববর্তী কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে রীতিমতো ঘাঁটি গেড়ে অস্থায়ী স্টল বানিয়ে শীতের পসরা সাজিয়ে বসেছেন ভিনরাজ্য থেকে আসা ব্যবসায়ীরা। আর সেই সব স্টলগুলোতে ভিড়ও করছেন স্থানীয় বাসিন্দারা।

ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ী নাসির হোসেন বলেছেন, ‘‘লকডাউনে ব্যবসা বন্ধ ছিল। তাই শীত শুরু হতেই পোশাক নিয়ে এ দিকে চলে আসি। করোনায় ব্যবসা হবে কি না চিন্তায় ছিলাম। তবে টুকটাক বিক্রি হচ্ছে। আশা করছি শীত বাড়লে বিক্রি আরও বাড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement