ববিতা সরকার। — নিজস্ব চিত্র।
এসএসসি দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই ফুঁসে উঠলেন ববিতা সরকার। মেধাতালিকায় নাম থাকলেও প্রথমে চাকরি পাননি ববিতা। তাঁর জায়গায় চাকরি পেয়েছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা সরকার। এর পর আদালতে লড়াই চালিয়ে সাফল্য পান ববিতা। হাই কোর্টের নির্দেশে চাকরি পান ববিতা। বরখাস্ত করা হয় অঙ্কিতাকে।
পার্থর গ্রেফতার নিয়ে ববিতার বক্তব্য, ‘‘আমরা সবাই মিলে লড়াই শুরু করেছিলাম। কারণ আমরা দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছি৷ আমরা চাকরি পাইনি৷ তার জন্য বার বার গর্জে উঠেছি, কখনও ফুটপাতে, কখনও রাস্তায়। বলা হয়েছিল, আমরা ‘অকৃতকার্য প্রার্থী’। সে জন্য চাকরি হয়নি। যাদের নাম প্যানেলে ছিল তাদের চাকরি হয়েছে। তবে আমরা ‘অকৃতকার্য’ নই। যাদের চাকরি হয়েছে তাদের কী ভাবে হল, সেই প্রশ্নই জানতে চেয়েছিলাম৷ আজ তার কিছুটা জানানো হয়েছে। আজ যে ছবিগুলি প্রকাশিত হচ্ছে সেটাই কি তার কারণ?
প্রাক্তন শিক্ষা মন্ত্রীর গ্রেফতার নিয়ে ববিতার আরও বক্তব্য, ‘‘আমাদের সঙ্গে যে দুর্নীতি হয়েছে সে জন্য আইনের দ্বারস্থ হয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত চলেছে। সেই তদন্তের এটা একটা অংশ। ভবিষ্যতে যদি আরও কেউ দোষী সাব্যস্ত হন তা হলে আইন কারও ঊর্ধ্বে নয়৷’’