ছবি: সংগৃহীত।
গত বছরের জটিলতার ঠিক এক বছরের মাথায় টাইগার হিলে গাড়ি ঢোকা নিয়ে নতুন করে আবার বির্তক দেখা দিল। সম্প্রতি দার্জিলিং জেলা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে ৩ নভেম্বর থেকে টাইগার হিলে গাড়ি যাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। শুক্রবার বিকেলে পর্যটনমন্ত্রী গৌতম দেব, জেলা পুলিশ সুপারকে পরিবহণ এবং পর্যটন সংগঠনের তরফে চিঠি দিয়ে দ্রুত বিষয়গুলি পরিষ্কার করে দেওয়ার দাবি জানানো হয়েছে।
নভেম্বরের শুরুতে পুলিশের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগাম টোকেন নিতে হবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একমাত্র স্থানীয় গাড়ি নিয়ে যেতে হবে। এমনকি, ভিআইপি গাড়ির ক্ষেত্রেও টোকেন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মের কথা চাউর হতেই প্রশ্ন উঠেছে, কেন শুধু স্থানীয় গাড়ি নিয়ে যেতে হবে? কেন কুপনের জন্য ৫ টাকা করে নেওয়া হচ্ছে, তা-ও জানতে চাওয়া হয়েছে। দার্জিলিং জেলায় নথিভুক্ত গাড়িও কেন নিয়ে যাওয়া যাবে না, তাও জানতে চাওয়া হয়েছে। শুক্রবার রাতে করোনা আক্রান্ত হয়ে মন্ত্রী নার্সিংহোমে ভর্তি হলেও তাঁর দফতর থেকে বিষয়টি দেখে মেটানো হবে বলে জানানো হয়েছে। আর দার্জিলিং জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর আগামী সোমবার বৈঠক ডেকেছেন। বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
পরিবহণ, পর্যটন সংগঠনগুলির বক্তব্য, প্রতি বছর মরসুম আসতেই পাহাড়ে পুলিশ নানা নিয়ম চালু করে। গত বছর ঠিক হয়, রোজ ৩০০ গাড়ি যেতে পারবে টাইগার হিলে। তখন হস্তক্ষেপ করেন গৌতমবাবু। এর মধ্যে আগামী সোমবার \এসপি সবাইকে বৈঠকে ডেকেছেন। পর্যটন ব্যবসায়ীদের কথায়, টাইগার হিল সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে, তাই সেখানে নিয়ম চালু করবে বন দফতর। পুলিশের দায়িত্ব তা মানা হচ্ছে কিনা, দেখা। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘‘আমরা মন্ত্রী ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে বিষয়গুলি স্পষ্ট করতে বলেছি।’’