Sound Box

বক্স বাজিয়ে চলল অনুষ্ঠান

এরপরে একাধিক জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য মন্ত্রী বক্স বাজাতে নিষেধ করে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০৪:৫৯
Share:

একটি অনুষ্ঠানে গৌতম। নিজস্ব চিত্র

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে পর্যটনমন্ত্রী গৌতম দেবের অনুষ্ঠানে সাউন্ডবক্স ব্যবহারের অভিযোগ উঠল। বুধবার শিলিগুড়ির সুকান্তনগরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে বক্স বাজানো হয় বলে অভিযোগ। এরপরে একাধিক জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য মন্ত্রী বক্স বাজাতে নিষেধ করে দেন।

Advertisement

এ দিন ৩৮ নম্বর ওয়ার্ডে সুকান্তনগরের সংহতি ক্লাব চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এসজেডিএ’র তরফে। রাস্তা সংস্কার এবং নর্দমা তৈরির দু’টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। একাধিক সাউন্ড বক্স লাগানো হয়েছিল বক্তব্য রাখার জন্য। মাইকে গানও চলে অনুষ্ঠানের শুরুতে। বেলা সাড়ে ১১টা নাগাদ পর্যটনমন্ত্রী গৌতম দেব সেখানে পৌঁছলে অনুষ্ঠান শুরু হয়। সাউন্ড বক্স বাজিয়েই অনুষ্ঠান পরিচালনা করা হয়। বক্তব্য রাখেন এসজেডিএ’র কার্যনির্বাহী আধিকারিক এস পুন্নমবলম, এলাকার কাউন্সিলর দুলাল দত্ত। তারপরে পর্যটনমন্ত্রী বক্তব্য রাখেন। আজ, বৃহস্পতিবার থেকে উচ্চমাধ্যমিক শুরু। তার আগে এভাবে বক্স বাজিয়ে উদ্বোধন অনুষ্ঠান হওয়ায় প্রশ্ন উঠেছে। সেখান থেকে মন্ত্রী যান ৩৭ নম্বর ওয়ার্ডে সারদাপল্লি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে স্কুলের সীমানা পাঁচিল উদ্বোধন করা হয়। সেখানেও সাউন্ড বক্সের ব্যবস্থা করা হয়েছিল। তবে মন্ত্রী জানিয়ে দেন উচ্চমাধ্যমিকের সময় যেন বক্স বাজানো না হয়। মঞ্চে তিনি বলেন, ‘‘এর আগের অনুষ্ঠানে বক্স বাজানো হয়েছিল সেটা উচিত হয়নি। আমি দুঃখিত। উচ্চমাধ্যমিকের সময় কোনও বক্স বাজানো যাবে না। এটা নির্দেশ দেওয়া হয়েছে। সেটা মানতে হবে।’’

পুরভোটের মুখে মেয়র অশোক ভট্টাচার্য ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন। এ দিন পুর এলাকায় মন্ত্রীর একাধিক উদ্বোধন অনুষ্ঠানও পুরভোটের আগে বাসিন্দাদের কাছে পৌঁছনোর লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক মহল। এ দিন ২৩ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার কাজ এবং তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে সীমানা পাঁচিল সহ বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসজেডিএ’র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন এ দিন অবশ্য উপস্থিত ছিলেন না। মন্ত্রীর জানান, চেয়ারম্যান অন্য কাজে থাকায় আসতে পারেননি। পরের অনুষ্ঠানগুলোয় তিনি থাকবেন। যদিও পুরভোটের মুখে শহরে হওয়া ওই অনুষ্ঠানগুলোতে দর্শক আসনে বাসিন্দাদের ভিড় ছিল না বলে দাবি দলেরই একাংশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement