Darjeeling

Snowfall: ১০ বছর পর বরফ পড়ল লাভা-রিশপে, ঠকঠক করে কাঁপছে দার্জিলিং, তুষারপাতে বন্ধ যান চলাচল

তুষারের চাদরে ঢেকেছে কালিম্পঙের লাভা, রিশপের মতো পর্যটনকেন্দ্রগুলি। যত দূর চোখ যায় তত দূর শুধুই বরফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪১
Share:

দার্জিলিং, লাভা, রিশপেও তুষারপাত। নিজস্ব চিত্র

১০ বছর পর যেন তুষার-দৈত্যের ঘুম ভাঙল। দার্জিলিঙে তুষারপাত চলছিলই। এ বার কালিম্পঙেও উপস্থিত হল সেই ‘দৈত্য’। শুক্রবার রাত থেকে দার্জিলিঙের পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে কালিম্পঙেও।
তুষারের চাদরে ঢেকেছে কালিম্পঙের লাভা, রিশপের মতো পর্যটনকেন্দ্রগুলি। যত দূর চোখ যায় তত দূর শুধু বরফে আচ্ছন্ন। কালিম্পঙে এমন দৃশ্য দেখা যায়নি অনেক বছর। সেই ইতিহাস স্মরণ করে অনেকে বলছেন, শেষ বার কালিম্পঙে এমন দৃশ্য দেখা গিয়েছিল ১০ বছর আগে, ২০১১ সালে। ২০২১-এ ফের হাজির সেই তুষার-দৈত্য।

Advertisement

শুক্রবার রাতে ফের তুষারপাত হয় দার্জিলিঙেও। শনিবার সকালেও সেই একই পরিস্থিতি। তুষারপাতের জেরে দার্জিলিঙের কয়েকটি রাস্তায় পুরু বরফ জমে যায়। যার ফলে যানজট দেখা দেয়। পরে বরফ সরানোর কাজ শুরু হয়। আপার কার্শিয়ঙেও বরফ দেখা গিয়েছে শনিবার। রাজ্য সরকার পর্যটনকেন্দ্রগুলি খুলে দিতেই দার্জিলিঙে আশপাশের এলাকা থেকে উপস্থিত হয়েছেন কিছু পর্যটক। তুষারপাত দেখে উৎফুল্ল তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement