Murder

মদ্যপান করে ধারালো অস্ত্র দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কুপিয়ে খুন দাদার, বচসার জের!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রিয়া ঠাকুর। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। স্থানীয়দের দাবি, দাদা রাহুল ঠাকুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বচসা লেগেই থাকত রিয়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৬:৫৯
Share:

ছবি: প্রতীকী

বোনকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। অভিযোগ, মাঝরাতে মত্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বোনকে খুন করেছেন তরুণ। জলপাইগুড়ির দেবনগর এলাকার ঘটনা। বুধবার রাতে এই কাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রিয়া ঠাকুর। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। স্থানীয়দের দাবি, দাদা রাহুল ঠাকুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বচসা লেগেই থাকত রিয়ার। বুধবার রাতে তা চরমে ওঠে।

অভিযোগ, মত্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে দিয়ে বোনকে একের পর এক আঘাত করেন দাদা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বোনের। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি পুলিশ সুপার খাণ্ডেবাহালে উমেশ গণপত বলেন, ‘‘একটি ঘটনা ঘটেছে, পুলিশ সব দিক খতিয়ে দেখছে কী কারণে এমন ঘটনা ঘটল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement