Siliguri

পর্যটন মন্ত্রকের প্রচার পুস্তিকায় শিলিগুড়ি

সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের নতুন তথ্য-সম্বলিত পুস্তিকা বা ‘বুকলেট’ তৈরি হয়েছে। গত সপ্তাহে তা জি২০ শীর্ষ সম্মেলনে বিদেশি অতিথি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের দেওয়া হয়েছে।

Advertisement

কৌশিক চৌধুরী

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ০৬:৫৭
Share:

পর্যটন মন্ত্রকের নতুন পুস্তিকায় রয়েছে শিলিগুড়ি বিষয়ে নানা তথ্য।

হিমালয়ের পাদদেশের একটা শহর। যেখানে সূর্যের আলো সকালে কাঞ্চনজঙ্ঘার সাদা চূড়ায় উপচে পড়ে। নীচের দিকে তাকালে মহানন্দ নদীর আঁকাবাঁকা পথ দেখা যায়। আরেক দিকে সবুজ চা বাগান। এমনই নানা স্মৃতি নিয়ে যাওয়া যায় শিলিগুড়ি শহর থেকে ফেরার সময়। এমন ভাবেই পর্যটন মন্ত্রকের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচারে প্রথম বার পরিচয় করানো হল শিলিগুড়ি শহরকে। তথ্য দিয়ে জানানো হল, শিলিগুড়ি থেকে কোথায় কোথায় ঘোরা যায়। উল্লেখযোগ্য জায়গা হিসাবে স্থান পেয়েছে হংকং মার্কেটও।

Advertisement

সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের নতুন তথ্য-সম্বলিত পুস্তিকা বা ‘বুকলেট’ তৈরি হয়েছে। গত সপ্তাহে তা জি২০ শীর্ষ সম্মেলনে বিদেশি অতিথি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের দেওয়া হয়েছে। এ বার দেশের বিভিন্ন প্রান্তের দফতর, কাউন্টার, হোটেল বা রিসর্টে তা বাকি শহর বা রাজ্যের প্রচারের সঙ্গে থাকবে। এত দিন শিলিগুড়ি শুধু ‘ট্রানজিট ডেস্টিনেশন’ হিসাবে পরিচিত ছিল। জি২০ শীর্ষ সম্মেলনের আগে গন্তব্য হিসাবে কেন্দ্রীয় মন্ত্রক শিলিগুড়ির পরিচয় ঘটায়। এ বার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচার শুরুর ২১ বছরে প্রথম বার নাম জুড়ল শিলিগুড়ির৷

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এক সচিব বলেন, ‘‘শিলিগুড়ি বরাবরই উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ শহর হিসাবে পরিচিত ছিল। কিন্তু এর ‘ব্র্যান্ডিং’ বা শহরকে ঘিরে কী কী হতে পারে, তা নিয়ে প্রচার কম ছিল। জি২০ সম্মেলনের জন্যই শহরের নতুন পরিচিতি তৈরি হচ্ছে। পুস্তিকা থেকে সমাজমাধ্যম— নানা ভাবে প্রচারে আসবে শিলিগুড়ি।’’

Advertisement

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শিলিগুড়িকে বাণিজ্যিক শহর হিসাবে দেশে বিবেচিত করা হয়। বাংলাদেশ, নেপাল, চিন, ভুটানের সঙ্গে এখান থেকে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। শহরের মাথায় পাহাড়ের রানি দার্জিলিং। সেখানকার চা বাগান, টয় ট্রেনের কথা সর্বজনবিদিত। এর সঙ্গে শিলিগুড়িতেই রয়েছে নানা আকর্ষণীয় জায়গা। শালুগাড়া গুম্ফা, করোনেশন সেতু, সেবক কালীমন্দির, মহানন্দা অভয়ারণ্য, বেঙ্গল সাফারি পার্ক, ইসকন মন্দির এবং হংকং মার্কেটের কথা বলা হয়েছে। প্রতিটি জায়গার তথ্য, বিশেষত্ব স্থান পেয়েছে পুস্তিকায়।

আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে রসনা বিলাসের বিষয়টি। শিলিগুড়িতে বাঙালি খাবার থেকে আমেরিকান চপসির মতো নানা বৈচিত্রে ভরা নানা খাবার মেলে বলে জানানো হয়েছে। নানা স্বাদের চা বা পাহাড়ের স্থানীয় মিলেট বিয়ার ছংয়ের কথাও বলা হয়েছে। উল্লেখ রয়েছে দুর্গাপুজোর মতো বড় আয়োজনের এবং নানা মেলার। রয়েছে বাগডোগরা বিমানবন্দর, এনজেপি স্টেশন এবং সড়ক পরিবহণে গোটা রাজ্যের সঙ্গে শিলিগুড়ির জুড়ে থাকার তথ্যও।

পর্যটন মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘শতাধিক জি২০ প্রতিনিধি, ভিন্‌ রাজ্যের সরকারি কর্তা, বিভিন্ন মন্ত্রকের লোকজনের কাছে তথ্য-সম্বলিত এই পুস্তিকা গিয়েছে। সম্মেলনের জন্য শিলিগুড়ি দ্রুত প্রচারে এসেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement