shyam thapa

চেয়ারম্যান পদ ছাড়তে চান শ্যাম

শ্যাম জানান, উত্তরবঙ্গে ফুটবল জনপ্রিয়। এখানে অনেক প্রতিভা রয়েছে। অথচ একটা আবাসিক অ্যাকাডেমি নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৬:৫৮
Share:

শ্যাম থাপা। নিজস্ব চিত্র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আবাসিক ফুটবল অ্যাকাডেমি করার প্রস্তাব মেনে না নিলে উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেবেন বলে জানালেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। শ্যাম আড়াই বছর ধরে পর্ষদের চেয়ারম্যান পদে রয়েছেন। আবাসিক ফুটবল অ্যাকাডেমি করার জন্য রাজ্য সরকারকে বলেছিলেন। কিন্তু কাজ হয়নি। এ বার শেষ চেষ্টা হিসাবে লিখিত প্রস্তাব দেবেন। তাতেও কাজ না হলে ইস্তফা দেবেন বলে জানান। বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি ফুটবল টুর্নামেন্টের সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে এমনই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement

শ্যাম জানান, উত্তরবঙ্গে ফুটবল জনপ্রিয়। এখানে অনেক প্রতিভা রয়েছে। অথচ একটা আবাসিক অ্যাকাডেমি নেই। রাজ্য সরকার সাহায্য করলে তা বাস্তবায়িত হতে পারে। তাঁর ক্ষোভ, ‘‘আমি চাই এই কাঞ্চনজঙ্ঘার মাঠকে ঘিরে একটা ফুটবল অ্যাকাডেমি হোক। শেষ বারের মতো বিস্তারিত পরিকল্পনা জানিয়ে রাজ্য সরকারকে লিখিত ভাবে জানাব। যদি না হয়, চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেব। কাজ না হলে পদে বসে থেকে কী করব?’’

এ দিন তিনি জানান, উত্তরবঙ্গে খেলাধুলোর উন্নয়নে ওই বোর্ডের তহবিলে ১৩ লক্ষ টাকার মতো রয়েছে। তহবিলের টাকা খরচ নিয়েও প্রশ্ন তোলেন শ্যাম। বিভিন্ন প্রস্তাব কার্যকর করতে ক্রীড়া দফতরে একাধিক সচিবের অনুমতি প্রয়োজন। শ্যামের প্রশ্ন, ‘‘কবে কে অনুমোদন করবেন, তার জন্য দশ জায়গায় কে দৌড়বে?’’ তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, ‘‘এটুকু বলতে পারি, তাঁর স্বপ্ন দ্রুত সার্থক হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement