Dooars

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জের, টিকিট বাতিলের হিড়িক মালদহে

পুজোর সময় উত্তরবঙ্গের পাহাড়ে যাওয়ার প্রবণতা থাকে। এ বারও তা ছিল। তবে দুর্যোগের পর আতঙ্কে একের পর এক টিকিট বাতিল করেছেন পর্যটকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২৩:১৯
Share:

—নিজস্ব চিত্র।

প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গ সফরের টিকিট বাতিলের হি়ড়িক পড়েছে মালদহের ভ্রমণপিপাসুদের মধ্যে। চলতি মাসের ১৬ তারিখের পর থেকেই এই প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রেলকর্তারা। ২২ অক্টোবর পর্যন্ত উত্তরের পাহাড়ে বা জঙ্গলে যাওয়ার টিকিট বাতিল করার সংখ্যা ক্রমশ বেড়েছে রেল সূত্রে খবর।

প্রসঙ্গত, দিন কয়েক আগে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টিতে ডুয়ার্স, দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার রাস্তায় বহু এলাকায় ধস নেমেছে। একাধিক রাস্তা বন্ধ। প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে ভ্রমণপিপাসু আম বাঙালির মধ্যেও। ইতিমধ্যেই মালদহ টাউন স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট বাতিল করেছেন বহু মানুষ। অনেকে আবার বেসরকারি টিকিট কাউন্টারে গিয়ে তা বাতিল করেছেন। মালদহ ইংরেজবাজার শহরের এন এস রোডের এক বেসরকারি টিকিট কাউন্টারের মালিক মনমোহন সারদা বলেন, ‘‘বহু মানুষ টিকিট বাতিল করতে আসছেন। প্রতিদিন প্রায় ২০-২৫টি টিকিট বাতিল করতে হচ্ছে। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। পুজোর সময় উত্তরবঙ্গের পাহাড়-সহ ডুয়ার্সে যাওয়ার প্রবণতা থাকে। এ বারও তা ছিল। তবে দুর্যোগের পর আতঙ্কে একের পর এক টিকিট বাতিল করেছেন পর্যটকেরা। বিশেষ করে, দার্জিলিং, উত্তরাখণ্ড এমনকি দিল্লির টিকিটও বাতিল করছেন তাঁরা।’’

Advertisement

রেলকর্তারা জানিয়েছেন, ১৬ অক্টোবর থেকে ২২ তারিখের মধ্যে যথাক্রমে ২৭৮, ৬৫, ১৭১, ১৭০, ৫৯, ২৭১ এবং ২১৭টি টিকিট বাতিল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement