চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল মালদহ মেডিক্যালে। বুধবার সন্ধে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। থানায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকেরা।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিহির রায় চৌধুরী (৪৬)। তিনি ইংরেজবাজার শহরের ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লির বাসিন্দা ছিলেন। এ দিন দুপুর দু’টো নাগাদ বুকে যন্ত্রণা শুরু হয় তাঁর। পরিবারের লোকেরা ভর্তি করেন হাসপাতালে। অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসকেরা চিকিৎসা করেন। তার পরে একবারের জন্যও রোগীকে দেখা হয়নি বলে অভিযোগ পরিবারের। পরবর্তী কালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ইঞ্জেকশন দেন। এ দিনই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয় মিহিরের। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন মৃতের আত্মীয় পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে।
কাউন্সিলর তথা কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, “চিকিৎসকদের বারবার ডাকা সত্ত্বেও তাঁরা একবাও রোগীকে দেখেননি। ফলে বিনা চিকিৎসায় কার্যত আমাদের রোগীর মৃত্যু হয়। থানায় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছি। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।” সুপার তথা সহ অধ্যক্ষ অমিতকুমার দাঁ বলেন, “অভিযোগের ভিত্তিতে কমিটি গড়ে তদন্ত শুরু হয়েছে।”