ব্যাঙডুবি সেনাছাউনিতে সতপাল রাইয়ের দেহ। —নিজস্ব চিত্র।
কপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়তের ব্যক্তিগত দেহরক্ষী সতপাল রাইয়ের দেহ এল রাজ্যে। রবিবার সকালে বাগডোগরা বিমানন্দরে নামে সতপালের কফিনবন্দি দেহ। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনাছাউনিতে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন হাবিলদার সতপাল। বুধবার কপ্টার দুর্ঘটনার সময় বিপিনের সঙ্গেই ছিলেন দার্জিলিঙের তাকদার ওই সেনাকর্মী। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে তাকদায়, তাঁর বাড়িতে। পুর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
রবিবার ব্যাঙডুবি সেনাছাউনিতে সতপালকে শ্রদ্ধা জানান দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতব দেবও। দুর্ঘটনার চার দিন পর রবিবার সতপালের দেহ পৌঁছয় রাজ্যে। সতপালের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার।