একে করোনায় রক্ষে নেই তারপর আবার দোসর নির্বাচন কমিশন। এই দু’য়ে ভেস্তে যাবে সরস্বতী পুজোর আনন্দ। আর মাত্র সপ্তাহ দুই বাকি সরস্বতী পুজোর। কিন্তু ব্যস্ততা নেই শিলিগুড়ির কুমারটুলিতে। স্কুলেও পুজোর আয়োজন করা যাবে কি না তা নিয়েও ধন্দে কর্তৃপক্ষ।
সরস্বতী পুজোয় শিলিগুড়ি শহরের প্রাণ শিলিগুড়ি কলেজ। বিভিন্ন কলেজের পড়ুয়াদের পাশাপাশি স্কুলের পড়ুয়াও সেই কলেজ মাঠেই ভিড় জমায়। বন্ধু বান্ধবীদের সঙ্গে সেই কত হৈ-হুল্লোড়। কিন্তু এবার তা একেবারেই হচ্ছে না। ১২ ফেব্রুয়ারি পুরভোট। তাই স্কুলের পুজো নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
তবুও আশায় বুক বাঁধছে কুমারটুলির মৃৎশিল্পীরা। এক মৃৎশিল্পী বলেন, ‘‘পুজো তো হবে, সে হিসবেই কাজ চালিয়ে যাচ্ছি।’’