Street Dogs

Street dogs: পথকুকুরদের ফোঁটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন ধূপগুড়ির সপ্তদীপার, সঙ্গে দিলেন বিরিয়ানি

নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে এ দিন ফোঁটা দেন সপ্তদীপা। তাদের খাবার, মিষ্টিও খেতে দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৮:০৮
Share:

​​​​​​​নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে ফোঁটা দেন সপ্তদীপা। —নিজস্ব চিত্র।

শনিবার সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। দীর্ঘায়ু কামনা করে ভাইদের কপালে এ দিন ফোঁটা দেন দিদিরা। বঙ্গদেশের এই লোকপ্রিয় সামাজিক পার্বণকে একটু অন্য ভাবে পালন করলেন ধূপগুড়ির সপ্তদীপা দে। পথকুকুরদের কপালে ফোঁটা দিয়েই এই অনুষ্ঠান পালন করলেন তিনি।

নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে এ দিন ফোঁটা দেন সপ্তদীপা। তাদের খাবার, মিষ্টিও খেতে দেন তিনি। কুকুরদের কথা ভেবেই কম মশলা দিয়ে তৈরি করেছিলেন বিরিয়ানি। সপ্তদীপা বলেন, ‘‘দোলে যেমন রং লাগিয়ে দেওয়া হয় কুকুরদের গায়ে, তেমনই দীপাবলিতে পথকুকুরদের গায়ে বাজি ছোড়া হয়। এই পথপশুদের দীর্ঘায়ু কামনা করেই তাদের কপালে ফোঁটা দিলাম।’’

Advertisement

সপ্তদীপার এই কাজের প্রশংসা করে ধূপগুড়ি পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশকুমার সিংহ বলেন, ‘‘এই দেখে পথপশুদের প্রতি ভালবাসা জন্মানো উচিত মানুষের মধ্যে।“

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement