রিতেশ পোর্টেল। নিজস্ব চিত্র।
নতুন সময় শুরু হল পাহাড়ে। ১৮টি আসন পেয়ে বোর্ড গঠন করল হামরো পার্টি। চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন রিতেশ পোর্টেল। প্রধান বিরোধী আসনের জায়গা পেল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
মঙ্গলবার পুরসভার ৩২জন প্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান দার্জিলিং-এর মহকুমাশাসক দুলেন রায়। ৩২ নম্বর ওয়ার্ডের ৩১ বছর বয়সী রিতেশ পোর্টেল চেয়ারম্যান পদে শপথ নেন। বোর্ড গঠনে মহিলাদের সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন ২৫ নম্বর ওয়ার্ডের ইয়াংজি শেরপা।
শপথ নেওয়ার পর রিতেশ পোর্টেল বলেন, ‘‘আমার লক্ষ্য প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দেওয়া। সব ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা পাশাপাশি বাসিন্দাদের থেকে জানা হবে তাঁদের সমস্যার কথা।’’ তিনি আরও বলেন, ‘‘বিরোধী মতকে গুরুত্ব দিয়ে শোনা হবে। আমাদের লক্ষ্য হল দার্জিলিংকে বিশ্বের সেরা বানানো। আমি আপনাদের বলছি আগামী ৫বছরে দার্জিলিং এর ২০-২৫ শতাংশ পরিবর্তন আমরা করে দেবো।’’
অন্যদিকে পুরসভার বিরোধী দলনেতা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অমর লামা বলেন, ‘‘আমরা গঠনমূলক বিরোধিতায় বিশ্বাসী। আমরা এই বোর্ডকে পূর্ণ সহযোগিতা করব।’’