মহানন্দা সেতু।
মহানন্দা সেতুর মেরামতের কাজ চলছে। যার জেরে এখন যানজটে জেরবার শিলিগুড়িবাসী। বর্ধমান রোড, হিলকার্ট রোড হয়ে জংশনের দিকে যেতে গাড়ির লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে সকলকে। অ্যাম্বুল্যান্সে রোগীদের নিয়ে যেতেও যানজটে আটকে নাকাল হচ্ছেন লোকজন। সেতু মেরামতের কাজ শেষ হতে আরও মাস খানেক সময় লাগবে। ফলে যানজট সমস্যায় আরও বেশ কয়েকদিন জেরবার হতে হবে।
বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর টানা কয়েকমাস ভুগতে হয়েছে যানজট সমস্যায়। এর আগেও প্রথম মহানন্দা সেতুতে পিলারের কাজের জন্য সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। ফের সেতুতে মেরামতের কাজ শুরু হয়েছে। সেতুর একাংশ দিয়ে যান চলাচল খোলা রাখলেও রোজ ব্যাপক যানজটে ভুগতে হচ্ছে শহরবাসীকে। যানজটের প্রভাব পড়েছে হিলকার্ট রোড, বর্ধমান রোডে।
নিত্যযাত্রীদের দাবি, টোটো ধীরগতিতে চলে। ফলে সেতু মেরামতের কাজ চলাকালীন অন্তত সেতু দিয়ে টোটো চলাচল বন্ধ রাখলে যানজট কম হবে। মেয়র গৌতম দেব জানান, ‘‘সেতু মেরামতের কাজ শেষ হতে ৩০-৪০ দিন সময় লাগবে। দিনরাত কাজ চলছে। যানজটের একটু সমস্যা হচ্ছে। তবে শুধু রাতে কাজ করা হলে সেক্ষেত্রে প্রায় ৮০ দিন সময় লেগে যাবে। যেকারণে তা সম্ভব নয়। সংশ্লিষ্ট দফতর ও বরাতপ্রাপ্ত সংস্থাকে দ্রুত কাজ শেষ করার কথা বলা হয়েছে।’’ তবে মহানন্দা সেতু বন্ধ হওয়ার পর থেকে ট্র্যাফিক পুলিশের তরফেও যানজট নিয়ন্ত্রণ করা হচ্ছে। মহাত্মা গান্ধী মোড়ের কাছে পার্কিং বন্ধের পাশাপাশি, রাস্তায় যাতে সিটি অটো, টোটগুলি না দাঁড়িয়ে থাকে তা দেখা হচ্ছে।