নেতার গাড়ি থেকে পিস্তল

এক তৃণমূল কর্মীর গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে চোপড়া থানার দলুয়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে চোপড়ার দলুয়ার একটি পেট্রোল পাম্পের মধ্যেই গাড়িটি দেখতে পেয়ে এলাকার মানুষেরা পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটি তল্লাশি চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০২:১৫
Share:

এক তৃণমূল কর্মীর গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে চোপড়া থানার দলুয়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে চোপড়ার দলুয়ার একটি পেট্রোল পাম্পের মধ্যেই গাড়িটি দেখতে পেয়ে এলাকার মানুষেরা পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটি তল্লাশি চালায়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল। স্থানীয় সূত্রে খবর, সেই গাড়িটি চোপড়ার তৃণমূলের ‘বহিষ্কৃত’ নেতা সাহিন আখতারের। সাহিন তা স্বীকারও করেছেন। কিন্তু পিস্তলটি তিনি রাখেননি বলে দাবি করেছেন সাহিন। পুরো বিষয়টি তাঁদের দলের একাংশের চক্রান্ত বলে দাবি সাহিন আখতারের। চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমানের কথায়, ‘‘সাহিন দল বিরোধী কাজের জন্য বর্তমানে বহিষ্কৃত।’’ যদিও সাহিন জানিয়েছেন, তিনি মমতা বন্দোপাধ্যায়ের দল করেন, এমনকী তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও ঘোষণা করেছেন শীর্ষ নেতত্ব। তিনি বলেন, ‘‘আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে আমার গাড়ির চাবি জোর করে ছিনতাই করা হয়েছিল। চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement